ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

দর্শকের ঢল সিলেট স্টেডিয়ামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
দর্শকের ঢল সিলেট স্টেডিয়ামে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট জেলা স্টেডিয়াম থেকে: সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের প্রথম সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় খেলাটি শুরু হয়।



মাঠে লাল-সবুজের প্রতিনিধিরা খেলবে, আর গ্যালারি ফাঁকা থাকবে তা কি হয়! তাই তো সিলেটের সর্বস্তরের ফুটবলপ্রেমীরা দলে দলে ছুটে এসেছেন মাঠে। গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও লম্বা লাইনে দাঁড়িয়ে গ্যালারির টিকিট সংগ্রহ করেছেন তারা।

রোববার দুপুর থেকেই স্টেডিয়ামপাড়ায় এমন চিত্র ছিলো। খেলা শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো সিলেট স্টেডিয়ামের গ্যালারি। বাংলাদেশ- বাংলাদেশ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় যেন প্রাণ ফিরে পেয়েছে সিলেট জেলা স্টেডিয়াম।
 
চলমান সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য খেলাগুলোতেও দর্শকদের এমন ঢল নেমেছিলো। দর্শকদের সমর্থন বাড়তি অনুপ্রেরণা যুগিয়েছিলো খেলোয়াড়দের। যা বাংলাদেশের দলপতি ও কোচের ভাষ্যেও ফুটে উঠেছিলো।

ঠিক তেমনি সেমিফাইনালেও ফুটবলের ক্ষুদে টাইগারদের সমর্থন জানাতে স্টেডিয়ামে ছুটে এসেছেন সর্বস্তরের ফুটবলপ্রেমী। আর গ্যালারিতে দাঁড়িয়ে উল্লাস করে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাহস যোগাচ্ছেন তারা।

কেবল মাঠে নয়, মাঠের বাইরে আশপাশের কয়েকটি ভবনের ছাদেও উড়ছে বাংলাদেশের পতাকা। অনেকেই সঙ্গে নিয়ে এসেছেন ভুভুজেলাসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র।

বন্ধুদের নিয়ে খেলা দেখতে এসেছেন কলেজ ছাত্র শরিফ আহসানুল হক মুন্না। তিনি বাংলানিউজকে বলেন, বাংলাদেশের কিশোরদের উৎসাহ দিতেই বন্ধুরা মিলে মাঠে এসেছি। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা জিতুক বাংলাদেশ, এই আমাদের প্রত্যাশা।

চার বছরের ছোট্ট মেয়েকে নিয়ে খেলা দেখতে এসেছেন ব্যাংকার সজীব আহমেদ। তিনি বললেন, গতকাল ছুটি কাটানোর পর আজ শুধু মেয়েটিকে মানুষের উচ্ছ্বাসের সঙ্গে পরিচয় করাতে নিয়ে এসেছি।

এদিকে, খেলার প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়‍ার্ধের ১০মিনিটের মাথায় বাংলাদেশের পক্ষে প্রথম গোল এনে দেন ক্ষুদে টাইগার সাদ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এএএন/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।