ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

ভাগ্যের ছোঁয়ায় আর্সেনালের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
ভাগ্যের ছোঁয়ায় আর্সেনালের প্রথম জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম জয় পেল আর্সেনাল। তবে এ জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে গানারদের।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলার প্রথমার্ধ ১-১ গোলের সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলের সুবাদে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যালেক্সিস সানচেজরা।

ক্রিস্টালের ঘরের মাঠ সেলহ্রাস্ট পার্কে এদিন আতিথ্য নেয় আর্সেনাল। আর ম্যাচের ১৬ মিনিটেই মেসুত ওজিলের অ্যাসিস্ট থেকে সফরকারীদের এগিয়ে নেন অলিভার জিরুদ।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্সেনাল। ম্যাচের ২৮ মিনিটেই জোয়েল ওয়ার্ডের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। পরে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতির পর অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় সফরকারীরা। ম্যাচের ৫৫ মিনিটে চিলি তারকা সানচেজ শট নিলে বিপক্ষ ফুটবলার ডেমিয়েন ডেলানি ভলির মাধ্যমে বল সরাতে চাইলে নিজেদের জালেই বল প্রবেশ করান। আবারো এগিয়ে যায় আর্সেনাল।

খেলার বাকী সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। লিগে আর্সেনাল নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্টহামের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।