ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়া: বগুড়া সদর উপজেলার বুজরুকবাড়িয়া হাতভাঙা কবিরাজবাড়ী খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭আগষ্ট) বিকেলে উদয়ন ক্রীড়া চক্রের উদ্যোগে ষষ্ঠবারের মতো এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।



বিরোধিদলীয় হুইপ ও সদর আসনের সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম ওমর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উদয়ন ক্রীড়া চক্রের সভাপতি খালেদ মাহমুদ বাবরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমপি নুরুল ইসলাম ওমর বলেন, সুন্দর সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। তরুণ যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে তুলতে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখা খুবই জরুরি।

তিনি আরও বলেন, এ ধরণের টুর্নামেন্ট একে অপরকে কাছে টানার সুযোগ করে দেয়। বন্ধুত্ব সৃষ্টি করে। সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। সবমিলে নিয়মিত অনুশীলনের মধ্য দিয়েই কেবল একজন ভাল খেলোয়াড় বেরিয়ে আসে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কাউন্সিলর রুস্তম আলী, জেলা জাতীয় পার্টির (জাপা) নেতা লুৎফর রহমান স্বপন, জেলা যুবলীগ নেতা লতিফুল করিম, সদর উপজেলা জাপার আহ্বায়ক এইচ এম ইকবাল, সদস্য সচিব আরিফুল ইসলাম শহিদ, শহর যুবলীগ নেতা মতিন আলী প্রামাণিক, জাপা নেতা মামুনুর রশিদ মামুন, জাহেদুল বারী, শরিফুল ইসলাম বাবু, আব্দুল্লাহ বছির বাপ্পি প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, আগষ্ট ১৭, ২০১৫
এমবিএইচ/বিএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।