ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

রহস্য ধরতে পারছেন না থিয়েগো সিলভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
রহস্য ধরতে পারছেন না থিয়েগো সিলভা ছবি: সংগৃহীত

ঢাকা: কোস্টারিকা আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। ২৪ সদস্যের সে দলে ডাক পাননি ব্রাজিলের অন্যতম ডিফেন্ডার থিয়েগো সিলভা।

আর এর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বলে জানালেন, পিএসজির হয়ে খেলা ব্রাজিলের সাবেক দলপতি থিয়েগো সিলভা।

থিয়েগোকে দলে না রাখায় দ্বিতীয় মেয়াদে সেলেকাওদের দায়িত্ব নেওয়া দুঙ্গার সমালোচনা করেছেন অনেক ফুটবল বোদ্ধা। এবারে নিজেই মুখ খুললেন বিশ্বকাপের আসরে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়া থিয়েগো।

পিএসজির এ তারকা বলেন, এটা বড় কষ্টের। আমি এখনও জানিনা কেনো দুঙ্গা আমাকে দলে রাখেননি। আমার কাছে এটা অদ্ভুত একটি সিদ্ধান্ত মনে হচ্ছে। দলে জায়গা ফিরে পেতে আমি কঠোর পরিশ্রম করেছি। কিন্তু বারবারই আমাকে দল থেকে ছিটকে পড়তে হচ্ছে।

থিয়েগো আরও যোগ করেন, রহস্যজনক এ ঘটনায় আমি চিন্তিত হলেও শান্ত রয়েছি। কারণ জানি আমি একজন গ্রেট ফুটবলার।

এর আগে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার জুনিনহো দুঙ্গার সমালোচনা করে জানান, বিশ্বের বর্তমান সেরা ডিফেন্ডার থিয়েগো সিলভা। আর তাকে বাইরে রেখে দল সাজানো দুঙ্গার বোকামি ছাড়া কিছুই নয়।

এসি মিলানের সাবেক তারকা থিয়েগো ঘরের মাটিতে বিশ্বকাপে ব্রাজিলকে নেতত্ব দিয়েছিলেন। সে সময়কার কোচ লুইস ফেলিপ স্কলারির দলকে নেতৃত্ব দেওয়া থিয়েগো বিশ্বকাপের পর ইনজুরির কারণে দলের বাইরে ছিটকে পড়েন। এরপর ধীরে ধীরে সেলেকাওদের প্রথম একাদশ থেকে নিজেকে হারিয়ে ফেলেন। নতুন কোচ হিসেবে দুঙ্গা দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের নেতৃ্ত্ব হারান থিয়েগো।

৫ সেপ্টেম্বর কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। নিউ জার্সির সে ম্যাচের পর ৯ সেপ্টেম্বর ফক্সবোরতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দুঙ্গার শিষ্যরা।

ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: জেফারসন, মার্সেলো গ্রহি, আলিনসন।

ডিফেন্ডার: ডেভিড লুইজ, মারকুইনহোস, মিরান্ডা, গ্যাব্রিয়েল, দানি আলভেজ, ফেলিপ লুইস, দানিলো, দগলাস সান্তোস।

মিডফিল্ডার: লুইজ গুস্তাভো, ফার্নান্দিনহো, এলিয়াস, রামিরেস, অস্কার, উইলিয়ান, লুকাস লিমা, কাকা।

ফরোয়ার্ড: রবার্তো ফারমিনো, নেইমার, লুকাস মোউরা, হাল্ক এবং দগলাস কস্তা।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।