ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

শিরোপা জয়ের প্রত্যয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
শিরোপা জয়ের প্রত্যয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের গত দুটি আসর অনুষ্ঠিত হয়েছিল নেপালে। দুটি আসরেই বাংলাদেশের কিশোররা সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে।

২০১১ সালে প্রথম আসরে ছয় দলের মধ্যে চতুর্থ হয়েছিল বাংলাদেশ। পরের আসরে (২০১৩ সালে) সাত দলের মধ্যে তৃতীয় হয়েছিল বাংলাদেশের কিশোররা।

এবার তৃতীয় আসর নিজেদের দেশে হওয়ায় সাফল্য পেতে একটু বেশি প্রত্যয়ী ছিলো স্বাগতিকরা। টুর্নামেন্ট শুরুর আগেই ধাপে ধাপে এগুনোর প্রত্যয় ছিলো কোচ এবং অধিনায়কের কন্ঠে। তাদের কথারও কোনো হেরফের হয়নি। নিজেদের আত্মবিশ্বাস আর মনোবলের ফলে গ্রুপ পর্ব ও সেমিফাইনালের বাধা টপকে ফাইনালে ওঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এখন তাদের লক্ষ্য- জয়ের ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা নিজেদের করে নেওয়া। এই লক্ষ্য পূরণ থেকে আর মাত্র একটি ধাপ দূরে আছেন জিলানীর শিষ্যরা। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে তারা।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ান ভারত। যদিও ভারতকে গ্রুপ পর্বের ম্যাচে ২-১ হারিয়েছিলো বাংলাদেশের কিশোররা। তাই ফাইনালেও ভারতকে হারিয়ে প্রথম বারের মতো সাফের শিরোপা নিজেদের করে নিতে চান বাংলাদেশের ফুটবলের ক্ষুদে টাইগাররা।

এই ফাইনাল নিয়ে প্রত্যয়ের কথা তুলে ধরেন স্বাগতিক বাংলাদেশের কোচ ও অধিনায়ক। বাংলাদেশ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, ‘টুর্নামেন্টের শুরুতেই বলেছিলাম আমরা ‘স্টেপ বাই স্টেপ’ এগিয়ে যেতে চাই। আমরা সেভাবেই এগিয়েছি। এখন আমাদের সামনে চতুর্থধাপ তথা শিরোপা জয়ের ধাপ। আমার ছেলেরা ফাইনাল খেলার জন্য প্রস্তুত। দেশবাসীর দোয়ায় আমরা ফাইনালেও জিতবো। ’

সিলেটের দর্শকদের সমর্থন অনেক অনুপ্রেরণা দিয়েছে উল্লেখ করে দলনেতা তিনি আরো বলেন, ‘সিলেটের মতো ঢাকায় ফুটবল দেখতে এতো দর্শক মাঠে আসে না। কিন্তু সিলেটের মানুষ অনেক ফুটবলপ্রীয়। তারা মাঠে এসে আমাদের উৎসাহ দিচ্ছেন। এর ফলে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

ফাইনালের প্রতিপক্ষ ভারতকে সমীহ করে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘৯০ মিনিটের খেলায় ১ মিনিটেরও ভরসা নেই। ভারতকে সমীহ করছি। ওরা ভালো দল বলেই ফাইনালে উঠে এসেছে। কৌশলগত দিক থেকে ভারত খুবই ভাল। আমাদের ছেলেরাও কৌশলগত দিক থেকে একই রকম ভাল। আমরা টানা ম্যাচ জিতছি। যদি ছেলেরা এই আত্মবিশ্বাস ধর রাখতে পারে তবে দেশবাসীকে সুখবর দেওয়া সম্ভব। তবে ছেলেদের ওপর কোনো কোনো চাপ নেই। তাদের শুধু বলেছি গত ম্যাচের ভুলগুলো না করার চেষ্টা করতে। যদিও বয়সভিত্তিক টুর্নামেন্ট এটি; ভুল তো হতেই পারে। ’

কোচের কথার সাথে সুর মিলিয়ে দলনেতা শাওন হোসেন বলেন, ‘জয় নিয়েই আমরা মাঠ ছাড়তে চাই। আমাদের লক্ষ্য ছিলো সব কটি ম্যাচে জয় নিয়ে ফাইনালে উঠা। আমাদের লক্ষ্য পুরন হয়েছে। দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসের ফলেই তা সম্ভব হয়েছে। এখন আমাদের লক্ষ্য ফাইনালের শিরোপা জয়। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো। ’

এদিকে ফাইনালকে প্রতিশোধের ম্যাচ হিসেবেই নিচ্ছে ভারত। ফাইনালে বাংলাদেশকে হারিয়ে গ্রুপ পর্বের বাংলাদেশের কাছে হারের বদলা নিতে চায় তারা। তবে নিজেদের মাঠে খেলা হওয়ায় বাংলাদেশকে শক্তিশালী দল উল্লেখ করে সমীহ করে কথা বলেছেন ভারতের কোচ বিথান সিং।

তিনি বলেন, ‘নিজেদের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল। আর গ্রুপ পর্বে আমরা তাদের কাছে হেরেও গিয়েছি। ফাইনালে তাই সতর্ক হয়েই মাঠে নামব আমরা। ওদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। তবে অবশ্যই আমরাও এবার ছেড়ে কথা বলব না। ’

খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এছাড়া ধারাবিবরণী সম্প্রচার করবে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘন্টা, আগস্ট ১৮, ২০১৫
এএএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।