ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

প্রথমার্ধ শেষে গোলশূন্য বাংলাদেশ-ভারত ম্যাচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
প্রথমার্ধ শেষে গোলশূন্য বাংলাদেশ-ভারত ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট জেলা স্টেডিয়ামে তিল ধারণের জায়গা নেই। সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নেমে প্রথমার্ধ শেষে বাংলাদেশের কিশোররা কোনো গোল আদায় করে নিতে পারেননি।

তবে খেলার শুরু থেকেই ডিফেল্ডিং চ্যাম্পিয়ন ভারতকে অনেকটাই চেপে ধরে রেখেছিলো শাওন-সাদ-মুজতাবারা।
 
ম্যাচের ২১ মিনিটে গোল করার সুযোগ পায় বাংলাদেশের কিশোররা। সতীর্থ ফুটবলার শাওনের শটে ডি-বক্সে দাঁড়িয়ে হেড করেন বাংলাদেশের খেলোয়াড় মোস্তাজিব খাঁন। কিন্তু বলটি বারের উপর দিয়ে বাইরে চলে যাওয়ায় গোল বঞ্চিত হয় স্বাগতিকরা।
 
একইভাবে ২২মিনিটের মাথায় ডি-বক্সের বাহির থেকে বাংলাদেশ দলের অধিনায়ক শাওনের লম্বা শট গোল বারের সামান্য উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।
 
৩৪ মিনিটের মাথায় সতীর্থদের পাস থেকে আরেকটি শর্ট নেন মোস্তাফিজ। কিন্তু ডি-বক্সের বাহির নেওয়া দুর্বল শটটি ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক প্রভুসুখান সিং।
 
৩৫ মিনিটে পাল্টা আক্রমণ চালায় ভারত। রহিম আলীর শট সহজেই লুফে নেন বাংলাদেশের গোলরক্ষক।
 
৩৯ মিনিটে ভারতের কয়েকজনকে কাটিয়ে বল নিয়ে ডি-বক্সে ডুকে শট নেন বাংলাদেশ দলের সাদ উদ্দিন। কিন্তু ভারতের গোলরক্ষক তা ঠেকিয়ে দেন।   তবে ৪১ মিনিটে ভারতের ফরোয়ার্ড জিয়াং চুংয়ের শটটি বার ছুঁয়ে মাঠের বাইরে চলে যায়।

প্রথামার্ধের নির্ধারিত ৪৫ মিনিটে কোন গোল পায়নি দুই দল। তাই নির্ধারিত সময় শেষে নেপালের রেফারি নবীন্দ্র মহারজন বাঁশি বাজিয়ে জানিয়ে দেন প্রথমার্ধের খেলা শেষ।   

বাংলাদেশ স্কোয়াড: মো. শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোরশেদ, মো. হৃদয়, মো. শাওন, ইমন খাঁন, সাদ উদ্দিন, ফয়সাল আহমদ, মো. আতিকুজ্জামান, জাহাঙ্গির আলম সজিব, মো. খলিল ভূঁইয়া ও মো. মোস্তাজিব খাঁন।
 
ভারত স্কোয়াড: প্রভুসুখান সিং (অধিনায়ক), মো. সাকলাইন খাঁন, আজিন টম, মো. রাকিপ, জিয়াংচু রঙমেই, মো. শাহজাহান, অময় অভিনাশ, রাহিম আলী, অভিজিৎ সরকার, জেরেরমাই লালদিনপুইয়া ও আর আইমল।
 
** শিরোপার স্বপ্নে মাঠে বাংলাদেশ

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এএএন/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।