ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বেতিসের বিপক্ষে রিয়ালের সঙ্গী গোলখরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
বেতিসের বিপক্ষে রিয়ালের সঙ্গী গোলখরা ছবি : সংগৃহীত

ঢাকা: গোলখরা সঙ্গে নিয়েই লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। স্পেনের সফলতম দলটির প্রতিপক্ষ রিয়াল বেতিস।



নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু’তে শনিবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় (দিবাগত রাত) বেতিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
 
গত মৌসুমের কোনো শিরাপার স্বাদ নিতে না পারা ক্রিস্টিয়ানো রোনালদোরা এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের বিপক্ষে মাঠে নামে। তবে, সে ম্যাচেও কোনো গোল করতে পারেনি রাফায়েল বেনিতেজের রিয়াল। গোলশূন্য ড্র করে গিজনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে লা গ্যালাকটিকোরা।

নতুন মৌসুমে মাঠে নামার আগে রিয়াল আটটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে। যার সাতটিতেই জয় পায় বেনিতেজ শিষ্যরা।

গত মৌসুমের মাঝামাঝি থেকেই নিজেদের সেরা ফর্মে নেই রিয়ালের তারকা করিম বেনজেমা আর গ্যারেথ বেল। রোনালেদো একক প্রচেষ্টায় দলকে দ্বিতীয় অবস্থানে রাখতে পারলেও নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচগুলোয় নিষ্প্রভই হয়ে ছিলেন তারা। আটটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে চারটি ম্যাচে কেউই গোল পাননি। গোল পাননি গিজনের বিপক্ষেও। গোলখরা যেন কাটছেই না বেনিতেজের অধীনে রিয়ালের।

মুখোমুখি দেখায় বেতিসের থেকে এগিয়ে রিয়াল। ১২ ম্যাচের কোনোটিতেই হারতে হয়নি লা গ্যালাকটিকোদের। নয় ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি বেতিসের বিপক্ষে তিনটি ম্যাচে ড্র করে রিয়াল। লা লিগার ২৩টি অ্যাওয়ে ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে বেতিস। ৫টি ড্রয়ের পাশাপাশি ১৭টি ম্যাচে হেরেছে তারা। দুই দলের শেষ ৫টি ম্যাচের চারটিতেই জয় পেয়েছে রিয়াল। ২০১২ সালের নভেম্বরে একটি ম্যাচে রিয়ালকে হারায় বেতিস।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।