ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

লাভেজ্জির ইন্টার গুঞ্জন উড়িয়ে দিলেন এজেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
লাভেজ্জির ইন্টার গুঞ্জন উড়িয়ে দিলেন এজেন্ট

ঢাকা: প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মিলানে পাড়ি দিচ্ছেন দলটির স্ট্রাইকার ইজিকুয়েল লাভেজ্জি এমন খবরকে উড়িয়ে দিলেন তার এজেন্ট। আলেজান্দ্রো মাজোনি (এজেন্ট) জানান, এ খবরটি ভিত্তিহীন।



আর্জেন্টাইন এ তারকা গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে আটটি গোল করেছেন। তবে এখন পর্যন্ত তিনি ৩১ ম্যাচে মাত্র ১৯টি গোল করেছেন।

গত মৌসুম পরেই গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি সিরিআ লিগে ফিরছেন। এর আগে তিনি নাপোলির হয়ে খেলেছিলেন। আর এবার তার ইন্টারের প্রতি আগ্রহের কথা শোনা যায়।

এ প্রসঙ্গে এজেন্ট বলেন, ‘আমি ইতালিয়ান ট্যাবলয়েড গুলোতে গত কয়েকদিনের খবর পড়েছি। তবে আমি আবারো বলছি, লাভেজ্জির ইন্টারে যাওয়া ব্যাপারে আমি কিছুই জানি না। ’

২০১৬ সালের জুন পর্যন্ত পিএসজির সঙ্গে লাভেজ্জির চুক্তি রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।