ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

পিকের শাস্তির বিরুদ্ধে বার্সার আপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
পিকের শাস্তির বিরুদ্ধে বার্সার আপিল ছবি: সংগৃহীত

ঢাকা: জেরার্ড পিকের চার ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে লাইন্সম্যানের (সহকারী রেফারি) সঙ্গে তর্কে জড়ানোর জের ধরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এ সেন্ট্রাল ডিফেন্ডার।

পরে তার ওপর মোট চার ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

অবশ্য, টুইটারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন পিকে। তারপরও যে কঠিন শাস্তির মুখোমুখি হবেন তা মনে হয় তিনি চিন্তাও করেননি। বার্সার আপিল খারিজ হলে লা লিগায় মৌসুমের প্রথম চার ম্যাচেই দর্শক ভূমিকায় থাকবেন ২৮ বছর বয়সী এ স্প্যানিশ ডিফেন্ডার।

এক বিবৃতিতে বার্সা জানায়, আপিল কমিটির কাছে তারা পিকের শাস্তির বিরুদ্ধে আপিল করবে। তবে বুধবার (১৯ আগস্ট) নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ১০ দিনের মধ্যে কাতালানদের আপিল করতে হবে।

উল্লেখ্য, স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে রীতিমত বিধ্বস্ত হয় বার্সা। ন্যু ক্যাম্পে ফিরতি পর্বের ম্যাচে ঘ‍ুরে দাঁড়াতে ব্যর্থ হন মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তারা। সমীকরণটা এমন ছিল যে, শিরোপা জিততে হলে বার্সাকে ৫-০ গোলে জিততে হবে। এমন কঠিন ম্যাচে একজন যদি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাহলে তো লক্ষ্যটা এক প্রকার দুরূহ হয়ে পড়ে। হয়েছেও তাই। ১-১ সমতায় থেকে দুই লেগ মিলে ৫-১ গোলের দাপুটে জয়ে শিরোপা নিশ্চিত করে বিলবাও।

ম্যাচের ৫৫ মিনিটে অফ সাইড না দেওয়ায় সাইডলাইনে থাকা লাইন্সম্যানের ওপর ক্ষিপ্ত হন পিকে। তার সঙ্গে রীতিমত বাকবিতন্ডায় জড়ান ২৮ বছর বয়সী এ ডিফেন্ডার। পরে ম্যাচ রেফারি ভেলাসকো কারবাল্লোর সঙ্গেও তর্কে জড়ালে পিকে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ওই সময়ে ১-০ গোলে এগিয়ে থাকা বার্সা আর গোলের দেখা পায়নি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।