ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন অভিক সরকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
অপরাজিত চ্যাম্পিয়ন অভিক সরকার ছবি : সংগৃহীত

ঢাকা: দাবা ফেডারেশনের আয়োজনে এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শেষ হলো ‘ওয়ালটন প্রথম অ্যামেচার আন্তর্জাতিক রেটিং দাবা-২০১৫’। সদ্য সমাপ্ত এ প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন অভিক সরকার।



১১ আগস্ট থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এই প্রতিযোগিতা।

ওয়ালটন প্রথম অ্যামেচার আন্তর্জাতিক রেটিং দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৫ তে বসির মেমোরিয়ালের অভিক সরকার অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। অভিক সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। একই পয়েন্ট নিয়ে অগ্রণী ব্যাংক দাবা দলের জুয়েল খান অপরাজিত রানার-আপ এবং নাসির উদ্দিন মাহমুদ অপরাজিত তৃতীয় স্থান লাভ করেন। অভিক, জুয়েল ও নাসিরের অর্জিত পয়েন্ট সমান হলে টাইব্রেকিং পদ্ধতিতে তাদের স্থান নির্ধারণ করা হয়।

সাত পয়েন্ট করে নিয়ে চতুর্থ হতে দশম স্থান লাভ করেন যথাক্রমে- মোহাম্মদ ইব্রাহীম হোসেন, নয়ন কুমার মোহন্ত, মোঃ মতিউর রহমান মামুন, মোঃ শওকত বিন ওসমান, মোঃ শফিকুল ইসলাম, ওয়াহিদুজ্জামান ও সুব্রত বিশ্বাস।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে একাদশ হতে ষোড়শ স্থান লাভ করেন যথাক্রমে শরিয়তউল্লাহ, হাবিবুর রহমান সোহেল, মোঃ আমিনুল ইসলাম, সায়মন সিদ্দিকুর রহমান, এস এম আরমান মেহেদী ও মনিরুজ্জামান মনি। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ১৫৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার প্রাইজমানি ছিল ১ লক্ষ টাকা। যার মধ্যে চ্যাম্পিয়নকে ২৫ হাজার টাকা, ট্রফিসহ আরো ১৭টি প্রধান অর্থ পুরস্কার ও বিশেষ ক্যাটাগরিতে মহিলা ১টি, স্কুল অনূর্ধ্ব-১২ ১টি ও ননরেটেড ১টি সহ মোট ২০টি পুরস্কার ছিল।

সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন সিকদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশন ও দুরন্ত রাজশাহীর কর্মকর্তা মুশফিকুর রহিম মোহন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমীর আলী রানা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।