ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

পেদ্রোর পরিবর্তে আসছেন নোলিতো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
পেদ্রোর পরিবর্তে আসছেন নোলিতো ছবি : সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা স্ট্রাইকার পেদ্রো ইতোমধ্যে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন। তবে এরই মধ্যে স্প্যানিশ এ তারকার পরিবর্তে কাতালান ক্লাবটি দলে কোনো ফুটবলার নিতে পারছে না।

ফুটবলার কেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় আগামী জানুয়ারির আগে কাউকে দলে ভেড়াতে পারবে না ক্যাম্প ন্যু।

এদিকে বার্সা অবশ্য পেদ্রোর পরিবর্তে দলটির সাবেক স্ট্রাইকার নোলিতোকে প্রথম পছন্দ হিসেবে রেখেছে। বর্তমানে সেল্টার হয়ে খেলা নোলিতো বার্সার যুব দলের হয়ে ১০৬টি ম্যাচ খেলেছিলেন। এছাড়া মূল দলের হয়েও তিনি ২০১০-১১ মৌসুমে পাঁচটি ম্যাচ খেলেছিলেন।

এ প্রসঙ্গে নোলিতো বলেন, ‘আমি সেল্টা ছাড়বো যদি বার্সা আমার সঙ্গে সত্যিই চুক্তি করে। সেখানে মেসি, নেইমার ও সুয়ারেজের মতো তারকারা রয়েছেন। যেহেতু, বিশ্বসেরা স্ট্রাইকাররা সেখানে রয়েছেন, সেহেতু একজন স্ট্রাইকার হিসেবে বার্সায় আমাকে অনেক কিছু হারাতে হতে পারে। তারপরও আমি ক্যাম্প ন্যু’তে যেতে চাই। ’

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।