ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

অ্যাতলেতিকোয় নতুন চুক্তিতে গডিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
অ্যাতলেতিকোয় নতুন চুক্তিতে গডিন

ঢাকা: দলের অন্যতম সেরা ডিফেন্ডার দিয়েগো গডিনের সঙ্গে চুক্তি নবায়নের কাজ সম্পন্ন করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। চার বছরের নতুন চুক্তিতে ২০১৯ সালের জুন পর্যন্ত ভিসেন্তে কালদেরনে থাকছেন উরুগুইয়ান সেন্টার ব্যাক।



২০১০ সালে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকোতে পাড়ি জমানোর পর থেকেই দারুণ ধারাবাহিক গডিন। এ সময়ে দলের হয়ে লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা ইউরোপা লিগ ও দুটি উয়েফা সুপার কাপের শিরোপা জেতেন।

২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার বিপক্ষে লিগের শেষ ম্যাচে গডিনের গোলেই অ্যাতলেতিকোর লা লিগা শিরোপা নিশ্চিত হয়। পরের মৌসুমেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ফিরে আসে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

ওই ম্যাচটিতে ৩৬ মিনিটের মাথায় গডিনের গোলেই লিড নেয় অ্যাতলেতিকো। কিন্তু, একেবারে অন্তিম মুহূর্তে (৯০+৩) সার্জিও রামোসের গোলে শেষরক্ষা পায় রিয়াল মাদ্রিদ। পরে অতিরিক্ত সময়ে গ্যারেথ বেল, মার্সেলো ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে গ্যালাকটিকোদের লা ডেসিমার (দশম চ্যাম্পিয়নস লিগ) স্বপ্ন পূরণ হয়।

অ্যাতলেতিকোর হয়ে এখন পর্যন্ত ২১২টি ম্যাচ খেলেছেন গডিন। ডিফেন্স সামলানোর পাশাপাশি প্রতিপক্ষের জালে ১৮ বার বল পাঠিয়েছেন ২৯ বছর বয়সী এ ডিফেন্ডার।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।