ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

যুদ্ধ করতে ম্যানসিটিতে আর্জেন্টাইন ওটামেন্ডি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
যুদ্ধ করতে ম্যানসিটিতে আর্জেন্টাইন ওটামেন্ডি

ঢাকা: আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিকে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার সিটি। আর ইংলিশ দলটিতে যোগ দিয়ে ক্লাবের সকল ভক্ত-সমর্থকদের আর্জেন্টাইন এ তারকা নিজেকে ‘যোদ্ধা’ বলে পরিচয় করিয়ে দিলেন।



৪৫ মিলিয়ন ইউরোয় ভ্যালেন্সিয়া থেকে ম্যানসিটিতে যোগ দিয়েছেন ওটামেন্ডি।

ক্লাবের কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি ওটামেন্ডিকে লা লিগার সেরা ডিফেন্ডারের তকমা দিয়েছেন। নিজেকে ‘যোদ্ধা’ বলা ২৭ বছর বয়সী ওটামেন্ডি জানালেন, আমি ম্যানসিটিকে নতুন মৌসুমে আরও শিরোপা পাইয়ে দিতে যুদ্ধ করব। দলের জন্য মাঠে যা যা করার প্রয়োজন আমি তার সবই করার চেষ্টা করে যাব। ক্লাবের সকল সমর্থকদের বলছি, দলকে আরও বেশি বেশি শিরোপা পাইয়ে দিতেই আমি এখানে এসেছি।

আর্জেন্টিনার হয়ে ২৫ ম্যাচ খেলা এ সেন্টারব্যাক আরও যোগ করেন, ভিনসেন্ট কোম্পানি, ইলিয়াকুইম মানগালা ও মার্টিন দেমিচেলিসের মতো ডিফেন্ডাররা আমাদের সঙ্গে রয়েছেন। ক্লাবের মিডফিল্ড, ডিফেন্স আর অ্যাটাকিং পজিশন আমার খুবই ভালো লেগেছে।

নতুন ক্লাবে সতীর্থ হিসেবে স্বদেশী তারকা পাবলো জাবালেতা, মার্টিন দেমিচেলিস ও সার্জিও আগুয়েরোকে পাচ্ছেন ওটামেন্ডি। ত্রিশ নম্বর জার্সি গায়ে তিনি মাঠে নামবেন।

সতীর্থদের প্রসঙ্গে তিনি বলেন, এ মুহূর্তে কোম্পানি বিশ্বের সেরা সেন্টারব্যাক। দেমিচেলিস ও মানগালাও দুর্দান্ত ফুটবল খেলে থাকে। প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য আমাকে লড়াই করতে হবে। কিন্তু ফুটবলে সতীর্থদের সঙ্গে সুস্থ প্রতিযোগিতা আমি সবসময় উপভোগ করি।

স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে ম্যানসিটিতে যোগ দিয়েছেন ওটামেন্ডি। এর আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ওটামেন্ডিকে দলে টানতে বেশ উঠেপড়ে লেগেছিল। পরবর্তীতে রেড ডেভিলসরা অনীহা দেখানোয় সুযোগ হাতছাড়া করেনি ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।