ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বাজেট বাড়ল রিও অলিম্পিকের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
বাজেট বাড়ল রিও অলিম্পিকের

ঢাকা: গত ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল এবারে আয়োজক হতে যাচ্ছে রিও অলিম্পিক ২০১৬’র। ফুটবল বিশ্বকাপের সময় নানাভাবে সমালোচিত হওয়া দেশটি অলিম্পিকের জন্য পুরোপুরি প্রস্তুত।

গত ৫ আগস্ট শুরু হয়ে গেছে ২০১৬ রিও অলিম্পিক গেমসের ‘কাউন্টডাউন’।

ব্রাজিলে আয়োজিত রিও অলিম্পিক ২০১৬’র বাজেট বেড়েছে। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের সর্বোচ্চ এ আসরের বাজেট বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের অলিম্পিক পাবলিক অথরিটি (এপিও)।

রিও অলিম্পিকের জন্যে ৭০ মিলিয়ন ডলারের নতুন বাজেট ঘোষণা করেছে। আগে এ বাজেটের পরিমান ছিল ৩৮.৬৭ বিলিয়ন। ফলে, নতুন বাজেট বাড়ায় আগের থেকেও ১১ মিলিয়ন ডলার বেশি অর্থ ব্যয় করতে পারবে আয়োজকরা।

এপিও থেকে আরও নিশ্চিত করা হয়, বাড়তি ১১ মিলিয়ন ডলার থেকে রিও অলিম্পিকের ভেন্যু সংস্কার বাবদ ৬.৬৭ মিলিয়ন ডলার ব্যয় করা হবে।

রিও ডি জেনিরোর মেয়র ইদুয়ার্দো পেজ জানিয়েছেন, অলিম্পিকের জন্য প্রস্তুত ব্রাজিল। সকলকে দেখিয়ে দিতে চাই বাজেটের বাইরে না গিয়ে সঠিক সময়ের মধ্যেই আমরা কাজ শেষ করতে পারি।

রিও ডি জেনিরোর বিশ্বখ্যাত মারাকানা স্টেডিয়ামে বসবে অলিম্পিক গেমসের আসর। ৫ আগস্ট শুরু হয়ে এটি শেষ হবে ২১ আগস্ট। এবারের টুর্নামেন্টে ২৮ খেলার মোট ইভেন্ট ৩০৬টি। নতুন ইভেন্ট হিসেবে যোগ হয়েছে রাগবি। ২০১৬’র রিও অলিম্পিকে অংশ নেবে ২০৬টি দেশ। নতুন দেশ হিসেবে রিও অলিম্পিকে অংশ নেবে আফ্রিকার দেশ দক্ষিণ সুদান।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।