ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সেমিফাইনালে বাংলাদেশ যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
সেমিফাইনালে বাংলাদেশ যুবারা ছবি: সংগৃহীত

ঢাকা: ভুটানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ফুটবল দল। আর এরই মধ্যে সাফের যুব পর্যায়ের এ খেলায় নিজেদের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিল লাল-সবুজ জার্সিধারীরা।



নেপালের ললিতপুর আলফা কমপ্লেক্সে বাংলাদেশ যুবাদের হয়ে গোল দুটি করেন রোহিত ও মান্নাফ। খেলার প্রথমার্ধেই ২-০ গোলে লিড নেয় বাংলাদেশ। ৪২ মিনিটে রোহিত ও বিরতির ঠিক এক মিনিট আগে জয় সূচক গোলটি করেন মান্নাফ।

সাফে অনুর্ধ্ব-১৯ ফুটবল দলগুলোকে নিয়ে এবারই প্রথম শুরু হয়েছে কোন চ্যাম্পিয়নশিপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও ভুটান। এর আগে ভুটান নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে হারায় এ ম্যাচে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল জিতলেই সেমিফাইনাল।

বাংলাদেশের নিজেদের দ্বিতীয় ম্যাচ ২৪ আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে খেলবে। প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও আফগানিস্তান। ২৭ আগস্ট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ২৯ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।