ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

চেলসির প্রথম জয়, অভিষেকে পেদ্রোর গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
চেলসির প্রথম জয়, অভিষেকে পেদ্রোর গোল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। হোসে মরিনহোর শিষ্যরা তৃতীয় ম্যাচে এসে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয়।

ওয়েস্ট ব্রুমউইচকে ৩-২ গোলে হারিয়েছে ব্লুজরা।

নতুন মৌসুমের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে চেলসি। দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে হেরে বসে বর্তমার চ্যাম্পিয়নরা। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ব্রুমউইচের মাঠে আতিথ্য নেয় ব্লুজরা।

৩-২ গোলের জয়ে চেলসির হয়ে অভিষেক গোল করেন স্প্যানিশ জায়ান্ট ট্রেবল জয়ী বার্সেলোনা থেকে চেলসিতে নাম লিখিয়ে প্রথম ম্যাচে নামা পেদ্রো। এছাড়া বাকী দুটি গোল করেন দিয়েগো কস্তা এবং আজপিলিচুয়েতা। আর ওয়েস্ট ব্রুমউইচের হয়ে জোড়া গোল করেন স্কটল্যান্ডের তারকা মিডফিল্ডার জেমস মরিসন।

চেলসির হয়ে ম্যাচের প্রথম একাদশে নামেন কৌরতোইস, ইভানোভিচ, জন টেরি, জোউমা, আজপিলিচুয়েতা, সেস ফ্যাব্রিগাস, ম্যাটিক, উইলিয়ান, এডেন হ্যাজার্ড, পেদ্রো আর দিয়েগো কস্তা। তবে, বদলি হিসেবে মাঠে নামেন গ্যারি চাহিল, রাদামেল ফ্যালকাও, জন ওবি মাইকেলদের মতো তারকারা।

ম্যাচের ৫৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান জন টেরি। ফলে বাকী সময় চেলসিকে দশ জন নিয়ে খেলতে হয়।

ম্যাচে ওয়েস্ট ব্রুমউইচের হয়ে হ্যাটট্রিকের স্বাদ নিতে পারতেন জোড়া গোল করা মরিসন। খেলার ১৪ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগ থেকে গোল আদায় করে নিতে পারেননি এ স্কটিস। কৌরতোইসের দারুণ দক্ষতায় বেঁচে যায় চেলসি। ২০ মিনিটের মাথায় সাবেক বার্সা তারকা পেদ্রোর গোলে লিড নেয় ব্লুজরা। এডেন হ্যাজার্ডের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে গোল করেন পেদ্রো।

৩০ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করেন দিয়েগো কস্তা। ৫ মিনিট পরেই ব্যবধান কমায় স্বাগতিকরা। রোনদোনের অ্যাসিস্ট থেকে গোল করেন মরিসন। আর ৪২ মিনিটে ব্যবধান বাড়ায় হোসে মরিনহোর শিষ্যরা। দলের তৃতীয় গোলটি করেন আজপিলিচুয়েতা। তৃতীয় গোলটি করতে সহায়তা করেন কস্তা।

৩-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। ৫৯ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন মরিসন। তবে, বাকী সময়ে আর কোনো গোল শোধ দিতে না পারলে ৩-২ গোলের ব্যবধানে চেলসির বিপক্ষে পরাজয় মেনে নেয় ওয়েস্ট ব্রুমউইচ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।