ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

রিয়ালকে রুখে দিল স্পোর্টিং গিজন

স্পোটর্স ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
রিয়ালকে রুখে দিল স্পোর্টিং গিজন ছবি: সংগৃহীত

ঢাকা: ল‍া লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জয়ের রাতে ড্রয়ের হতাশা নিয়ে মাঠে ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে পুঁচকে স্পোর্টিং গিজনের জালে একবারও বল পাঠাতে পারেননি বেল-রোনালদো-ইস্কোরা।

তাই কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হওয়া রাফা বেনিতেজ প্রথমেই হোঁচট খেলেন। অন্যদিকে, অ্যাথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়ে মৌসুম শুরু করে বার্সা।

প্রাক মৌসুম প্রস্তুতিতে রিয়ালের পারফরম্যান্স ছিল নজরকাড়া। অস্ট্রেলিয়া ও চীনে ক্লাব প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের শিরোপা ঘরে তোলে গ্যালাকটিকোরা। সর্বশেষ গালাতাসারাইকে হারিয়ে বার্নাব্যু ট্রফি জিতে নেয় স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু, দুর্দান্ত ফর্মে থাকা টিম রিয়াল যে লিগের প্রথম ম্যাচেই জয়হীন থাকবে তা ফুটবল বোদ্ধাদের কাছে ছিল কল্পনাতীত।

এ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা। তার জায়গায় প্রথম একাদশে মাঠে নামেন স্প্যানিশ স্ট্রাইকার জেসে রদ্রিগেজ। তাকে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে রেখে ৪-২-৪-১ ফরমেটে দল সাজান বেনিতেজ। আক্রমণভাগে জেসেকে বলের জোগান দেন গ্যারেথ বেল, ইস্কো ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু, তারকাসমৃদ্ধ দল হলেও পুরো ম্যাচেই গোলের জন্য রীতিমত হাহাকার করে ৩২ বারের চ্যাম্পিয়নরা।

গিজনের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহায় দেয় রিয়াল। তবে প্রতিপক্ষের ডি-বক্সে গিয়েই খেই হারিয়ে ফেলেন বেল-রোনালদোরা। উল্টোদিকে, প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে প্যারাগুইয়ান স্ট্রাইকার অ্যান্তোনি সানাব্রিয়ার হেড ক্রসবারে না লাগলে লিড নিতে পারত স্বাগতিকরা।

প্রথমার্ধে গোলশূন্য থেকে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় রিয়াল। পুরো ম্যাচেই তাদের আধিপত্য ছিল। ২৭টি প্রচেষ্টা চালিয়ে গোলমুখে আটটি শট নেয় বেনিতেজের শিষ্যরা। কিন্তু, প্রতিবারই জেসে-রোনালদো-বেলদের হতাশা ‍উপহার দেন গিজনের স্প্যানিশ গোলরক্ষক কুয়েলার।

অন্যদিকে, রিয়ালের গোলমুখে একটি শটও নিতে পারেনি গিজনের খেলোয়াড়রা। মোট ছয়টি কিক নিলেও সবই ছিল লক্ষ্যভ্রষ্ট। তবে নিজেদের ডিফেন্সটা বেশ ভালোভাবেই সামলায় স্বাগতিকরা। গোল দিতে না পারুক, গোল হজম তো আর করতে হয়নি!

তবে ভাগ্যই মনে হয় রিয়ালের সহায় ছিল না। নইলে ক্রস-মডরিচ-রদ্রিগেজদের এতোগুলো সংঘবদ্ধ আক্রমণ কেনই বা ভেস্তে যাবে! যাই হোক, রেফারি শেষ বাঁশি বাজানোর পর গিজনের চোখেমুখে যতটা না উচ্ছ্বাস ছিল, তার চেয়ে বেশি হতাশা নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কসরা।

মৌসুমের প্রথম ম্যাচেই হোঁচট। শনিবার (২৯ আগস্ট) রাতের ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে রিয়াল জয়ের দেখা পাবে কিনা তা সময়েই বলে দেবে।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এসএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।