ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সিরি আ’র শুরুতেই অঘটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
সিরি আ’র শুরুতেই অঘটন ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস, এসি মিলান ও নাপোলি। ঘরের মাঠেই উদিনেসের বিপক্ষে ১-০ গোলে হারের স্বাদ নেয় জুভিরা।



অপরদিকে, মিলানকে ২-০ গোলে ফিওরেন্তিনা ও নাপোলিকে ২-১ গোলে হারায় সাসুওলা। তবে ইন্টার মিলান ঠিকই জয় দিয়ে মৌসুম শুরু করে।

আটালান্টার বিপক্ষে তারা ১-০ গোলের কষ্টার্জিত জয় পায়। এর আগে লিগের উদ্বোধনী ম্যাচে হেলাস ভেরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে গত মৌসুমে দ্বিতীয় স্থানে থাকা রোমা।

গত মৌসুম শেষে আন্দ্রে পিরলো, কার্লোস তেভেজ ও আর্তুরো ভিদালের বিদায়ে এমনিতেই দিশাহীন ছিল জুভেন্টাস। লিগের প্রথম ম্যাচেই এর প্রভাব পড়ে। জুভেন্টাস স্টেডিয়ামে দর্শকদের রীতিমত হতাশ করে স্বাগতিকরা।

পল পগবা-পেরেইরা-মান্দজুকিচরা পুরো ম্যাচে একবারও গোলের মুখ দেখেননি। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে জুভিদের স্তব্ধ করে দেওয়া গোলটি করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার কাইরিল থিরিউ। এক গোলে এগিয়ে থেকেই উদিনেসের জয় নিশ্চিত হয়। নির্ধারিত সময় শেষে একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

অপর ম্যাচে এসি মিলানকে দাঁড়াতেই দেয়নি গত মৌসুমে চতুর্থ স্থানে থাকা ফিওরেন্তিনা। ৩৬ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রদ্রিগো এলি লাল কার্ড দেখে ‍মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় মিলান। ঘরের মাঠে প্রথমার্ধের ৩৮ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস আলোনসোর গোলে লিড নেয় স্বাগতিকরা।


দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন স্লোভেনিয়ান মিডফিল্ডার জোসিপ লিচিক। ম্যাচে ফেরা তো দূরে থাক, প্রতিপক্ষের গোলমুখ লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি মিলান। কার্লোস বাক্কা-কেইসুকি হোন্ডা-লুইজ আদ্রিয়ানোরা আটটি কিক নিলেও সবই ছিল লক্ষ্যভ্রষ্ট।

আরেক ম্যাচে নাপোলিকে হতাশা উপহার দেয় সাসুওলা। তবে মিডফিল্ডার মারেক হামসিকের গোলে খেলা শুরুর তিন মিনিটেই লিড নেয় নাপোলি। ৩২ মিনিটে ইতালিয়ান স্ট্রাইকার অ্যান্তোনিও ফ্লোরো ফ্লোরিসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে সাসিওলার হয়ে জয়সূচক গোলটি করেন ফ্লোরিসের স্বদেশী নিকোলা স্যানসন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।