ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

জোকোভিচকে হারিয়ে ফেদেরারের শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
জোকোভিচকে হারিয়ে ফেদেরারের শিরোপা ছবি: সংগৃহীত

ঢাকা: সিনসিনাটি মাস্টার্সের শিরোপা ধরে রাখলেন রজার ফেদেরার। টেনিসের এক নম্বর তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে তিনি সপ্তমবারের মতো এ ট্রফি জেতেন।

চ্যাম্পিয়ন হওয়ায় অ্যান্ডি মারেকে হটিয়ে র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন ফেদেরার।

৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। তার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সারলেন ফেদেরার। যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে প্রথম সেটে দুজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ৭-৬ (১) গেমে জিতে শিরোপা জয়ের পথে এক পা দেন ৩৪ বছর বয়সী ফেদেরার।

দ্বিতীয় সেটটি অনেকটা একতরফাভাবেই জিতে নেন সুইস কিংবদন্তি ফেদেরার। ৬-৩ গেমে হার মানেন সার্বিয়ান টেনিস তারকা জোকোভিচ। এর আগে সেমিফাইনালে ইংলিশ তারকা অ্যান্ডি মারেকে সরাসরি সেট ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে ফেদেরার ও ইউক্রেনের আলেক্সান্ডার ডল্গোপোলভকে ৪-৬, ৭-৬ ও ৬-২ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জোকোভিচ।

অন্যদিকে, নারী এককেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপ‍া জেতেন র‌্যাংকিংয়ের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস। তিনি রোমানিয়ার সিমোনা হালেপকে ৬-৩, ৭-৬ (৫) গেমে হারিয়ে ক্যারিয়ারের ৬৯তম ট্রফি হাতে নেন।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।