ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

চেলসি ছেড়ে জুভেন্টাসে কুয়াদরাদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
চেলসি ছেড়ে জুভেন্টাসে কুয়াদরাদো হুয়ান কুয়াদরাদো/ছবি: সংগৃহীত

ঢাকা: এ বছরের শুরুতে ফিওরেন্তিনা থেকে চেলসিতে পাড়ি জমান কলম্বিয়ার তারকা ফুটবলার হুয়ান কুয়াদরাদো। তবে হোসে মরিনহোর আস্থা অর্জন করতে পারেননি ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার।

তাই এক বছরের ধারের চুক্তিতে তিনি স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে জুভেন্টাসে যোগ দিতে যাচ্ছেন।

জুভেন্টাসের জেনারেল ডিরেক্টর গিসেপ্পে মারোত্তা এমনটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কুয়াদরাদোর সঙ্গে এক মৌসুমের ধারের চুক্তির বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি। খুব শিগগিরই তুরিনে তার মেডিকেল পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়টি ঘোষণা করা হবে। ’

বেশ কিছুদিন ধরেই কুয়াদরাদোকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালায় ইতালিয়ান জায়ান্টরা। বার্সেলোনা থেকে পেদ্রো রদ্রিগেজ চেলসিতে যোগ দেওয়ার পর তা আরো জোড়ালো হয়। শেষ পর্যন্ত সফলতার মুখ দেখছে সিরি আ চ্যাম্পিয়নরা। তবে স্থায়ী চুক্তি নয়, আপাতত ধারের চুক্তিতেই তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে।

গত মৌসুমে চেলসির হয়ে প্রিমিয়ার লিগে ১২টি ম্যাচ খেলে কোনো গোলের দেখা পাননি কুয়াদরাদো। এর মধ্যে মাত্র চারটি ম্যাচে তিনি প্রথম একাদশে সুযোগ পান। আর চলতি মৌসুমে ইতোমধ্যেই ব্লুজদের হয়ে এক ম্যাচে মাঠে নামেন। সব ঠিক থাকলে নিজের পরবর্তী ম্যাচেই হয়তো তিনি জুভিদের জার্সি গায়ে জড়াবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।