ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ইন্ডিয়ান সুপার লিগে আর্জেন্টাইন দিয়েগো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
ইন্ডিয়ান সুপার লিগে আর্জেন্টাইন দিয়েগো ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার আসরে খেলা আর্জেন্টাইন সেন্টারব্যাক দিয়েগো কলোত্তোকে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাব এফসি পুনে সিটি দলে ভিড়িয়েছে। ক্লাবের প্রধান নির্বাহী কর্মমর্তা গৌরব মোদেল আর্জেন্টিনার এ ফুটবলারের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।



লা লিগায় দিয়েগো এসপানিওল আর দেপোরতিভো লা করুনার হয়ে খেলেছেন।

পুনের প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব জানান, আমরা ক্লাবের পক্ষ থেকে দারুণ খুশি যে একজন আর্জেন্টাইনকে দলে আনতে পেরেছি। দিয়েগো অসাধারণ একজন সেন্টারব্যাক। তিনি গত সাত বছর স্পেনে খেলেছেন। স্প্যানিশদের সর্বোচ্চ আসর লা লিগায় গত তিনবছর এসপানিওলের হয়ে মাঠে নেমেছেন। এর আগে দেপোরতিভোর মতো বড় দলে খেলেছেন। আমরা তার উপর ডিফেন্স ছেড়ে দিয়ে নিশ্চিতে থাকতে পারব।

৩৪ বছর বয়সী দিয়েগো জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেলেও আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন। এসপানিওলের হয়ে ৮২ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। আর দেপোরতিভোর হয়ে খেলেছেন ১১৩টি ম্যাচ। ক্লাব পর্যায়ে দিয়েগোর রয়েছে ৪২৪ ম্যাচ খেলার অভিজ্ঞতা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।