ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ন্যু ক্যাম্পে নেইমারের অবসর চান বার্তোমেউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
ন্যু ক্যাম্পে নেইমারের অবসর চান বার্তোমেউ ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারকে দলে ভেড়াতে যেন উঠেপড়ে লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এমন গুঞ্জনে কান দিচ্ছেন না বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।

তিনি চাচ্ছেন, ন্যু ক্যাম্প থেকেই যেন নেইমার অবসর নেয়।

দলবদলের বাজারের সময়সীমা প্রায় শেষের দিকে। এর সঙ্গে পাল্লা দিয়ে নেইমারকে পেতে রেকর্ড ট্রান্সফার ফি দিতেও প্রস্তুত ম্যানইউ। মূলত, এ মৌসুমে জার্মান তারকা থমাস মুলার, রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলকে দলে ভেড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় রেড ডেভিলসরা।

সর্বশেষ বার্সা থেকে পেদ্রো রদ্রিগেজকে আনার সব প্রস্তুতি সারলেও শেষ মুহূর্তে ম্যানইউকে টেক্কা দেয় চেলসি। তাই এখন নেইমারের জন্য কাড়ি কাড়ি অর্থ ঢালতেও এক পায়ে খাড়া ইংলিশ জায়ান্টরা। তবে সে আশাটাও এখন গুড়েবালি।

নেইমারের সঙ্গে শিগগিরই চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা করা হবে বলে নিশ্চিত করেন বার্সা প্রেসিডেন্ট। ‘আমরা চাচ্ছি, ক্যারিয়ারের শেষ পর্যন্ত বার্সার হয়ে খেলুক নেইমার। আশা করছি, নতুন চুক্তির মাধ্যমে পরবর্তী পাঁচ কিংবা দশ বছর সে ন্যু ক্যাম্পে থাকবে। ’

ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করার কোনো ইচ্ছাই নেই বার্সার। এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘নেইমারকে বিক্রি করতে মোটেও আগ্রহী নই। আমরা চাচ্ছি না সে ন্যু ক্যাম্প ছাড়ুক। গত মৌসুমে ট্রেবল জয়ের পেছনে তার অবদান অনেক। আশা করছি, অচিরেই তার সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি করতে পারব। ’

ন্যু ক্যাম্পে নেইমারের অবসরের ব্যাপারে আশাবাদী বার্তোমেউ। ‘নেইমার এখনো বয়সে তরুণ। বার্সার হয়ে সে অবসর নিক সেটিই আমরা চাচ্ছি। বর্তমান চুক্তির তিন বছর বাকি থাকলেও সে আরো দীর্ঘ সময় যাবৎ এখানে থাকছে। তার সঙ্গে সম্ভাব্য পরবর্তী চুক্তির মেয়াদ থাকবে পাঁচ অথবা দশ বছর। ’

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।