ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মাদ্রিদের বাড়ি বেচে দিলেন বেকহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
মাদ্রিদের বাড়ি বেচে দিলেন বেকহাম ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় মাদ্রিদে একটি বিলাশবহুল বাড়ি কিনেছিলেন ডেভিড বেকহাম। গ্যালাকটিকোদের হয়ে চার মৌসুম কাটানোর পর ২০০৭ সালে এলএ গ্যালাক্সিতে পাড়ি জমান ফ্রি-কিক মাস্টার খ্যাত ইংলিশ কিংবদন্তি।

এর পর থেকে তার স্পেনে খুব একটা যাওয়া হয় না। তাই শেষ পর্যন্ত নিজের সুবিশাল বাড়িটি বেচে দিয়েছেন চল্লিশ বছর বয়সী এ মিডফিল্ডার।

মাদ্রিদের এক ব্যবসায়ীর কাছে প্রায় ছয় মিলিয়ন ইউরোর বিনিময়ে বাড়িটি বিক্রি করেন বেকহাম। যার আয়োতন আট হাজার স্কয়ার মিটার। মূলত, স্পেনের রাজধানীতে মাঝেমধ্যে গেলেও তিনি খুব বেশি সময় সেখানে ‍থাকেন না। আর মাদ্রিদে গিয়ে ওঠেন হোটেলে। তাই দীর্ঘদিন ধরে বসতিহীন বাড়িটি আর ধরে রাখেননি বেকহাম।

মাদ্রিদের আবাসিক এলাকা লা মোরালেজায় বেকহামের বাড়িটির অবস্থান। ২০০৩ সালে তিনি ৪.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এটি ক্রয় করেন। সুবিশাল বাড়িটির ভেতর-বাইরে দুটি সুইমিংপুল রয়েছে। একটি টেনিস কোর্ট, বিনোদনের জন্য আলাদা জায়গাসহ মিনি সাইজের একটি ফুটবল মাঠও রয়েছে।

বর্তমানে পরিবার নিয়ে লন্ডনে জীবনযাপন করছেন বেকহাম। ক্যালিফোর্নিয়া, ফ্রান্স ও দুবাইতেও তার বিলাশবহুল বাড়ি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।