ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ম্যানইউর ডিফেন্সে ‍মুগ্ধ ফন গাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
ম্যানইউর ডিফেন্সে ‍মুগ্ধ ফন গাল ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা মন্দ হয়নি। প্রিমিয়ার লিগে নিজেদের তিন ম্যাচে অপরাজিত রেড ডেভিলসরা।

দুটি জয়ের বিপরীতে একটিতে ড্র। তবে প্রতিপক্ষের জালে মাত্র দুবার বল পাঠান রুনি-ডিপাই-মাতারা। অবশ্য ম্যানইউকে একটি গোলও হজম করতে হয়নি। তাতেই বেশ সন্তোষ প্রকাশ করেছেন কোচ লুইস ফন গাল।

অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলতে আগেই এক পা দিয়ে রেখেছে ম্যানইউ। বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থেকে ফিরতি পর্বে মাঠে নামবে ইংলিশ জায়ান্টরা। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে। প্রথম লেগে ম্যানইউ যে গোলটি হজম করে তা ছিল আত্মঘাতী।

দলে এমনিতেই তারকা খেলোয়াড়দের কমতি নেই। এ মৌসুমেই ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান জার্মান তারকা বাস্তিয়ান শোয়েইনস্টাইগার ও নেদারল্যান্ডসের উঠতি প্রতিভা ম্যাম্ফিস ডিপাই। হুয়ান মাতা, ড্যালি ব্লাইন্ড, মার্কোস রোহো, মারুয়ান ফেলাইনি, আন্দের হেরেরা, ওয়েইন রুনি ও হাভিয়ের হার্নান্দেজরা তো আগে থেকেই আছেন। তারপরও কেন গোলখরায় ভুগছে ম্যানইউ!

যাই হোক, আক্রমণভাগ নিয়ে অতটা চিন্তিত নন ফন গাল। বরং ডিফেন্ডারদের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত তিনি। ‘ম্যানইউ বর্তমানে ডিফেন্সে খুবই শক্তিশালী। প্রতিটি ম্যাচেই তা চোখে পড়ছে। প্রতিপক্ষের কাছে বল থাকা অবস্থায় দলের সবাই নিজেদের সেরাটা দিচ্ছে বলেই এ সফলতা। গত মৌসুমেও আমরা ডিফেন্সে ভালো ছিলাম। তবে বল নিজেদের দখলে থাকা অবস্থায় আরো উন্নতি করতে। বড় ব্যবধানে ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।