ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

আগেই ফিরতে চান পিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আগেই ফিরতে চান পিকে ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে চার ম্যাচের নিষেধাজ্ঞা পান জেরার্ড পিকে। তবে বার্সেলোনার আপিলের মাধ্যমে শাস্তি কমার আশায় দিন পার করছেন ২৮ বছর বয়সী এ ডিফেন্ডার।



ন্যু ক্যাম্পে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচে ৫৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিকে। লাইন্সম্যানের দায়িত্বে থাকা সহকারী রেফারির সঙ্গে অশোভন আচরণের দায়ে তার ওপর চার ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ১-১ সমতায় ম্যাচ শেষ হলেও দুই লেগ মিলে ৫-১ গোলের দাপুটে জয়ে শিরোপা ঘরে তোলে বিলবাও।

ইতোমধ্যেই পিকের এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। বিলবাওয়ের বিপক্ষেই লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পায় বার্সা। চার ম্যাচের নিষেধাজ্ঞা বলবৎ থাকলে পরবর্তী তিন ম্যাচে মালাগা, অ্যাতলেতিকো মাদ্রিদ ও লেভান্তের বিপক্ষে দর্শক ভূমিকায় থাকবেন পপ তারকা শাকিরার স্বামী (পিকে)।

এক সাক্ষাৎকারে পিকে বলেন, ‘শাস্তি কমার ব্যাপারে আমি আশাবাদী। আপিলের রায়ের মাধ্যমেই এর নিষ্পত্তি ঘটবে। সাইড বেঞ্চে বসে দলের খেলা দেখাটা খুবই কষ্টদায়ক। যত দ্রুত সম্ভব আমি মাঠে ফিরতে চাই। ’

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।