ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বার্সা-রিয়ালে ধরাশায়ী বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
বার্সা-রিয়ালে ধরাশায়ী বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমে রিয়াল মাদ্রিদ। এবার বার্সেলোনা।

চ্যাম্পিয়নস লিগের পরপর দুই মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের কাছে রীতিমত বিধ্বস্ত হয় বায়ার্ন মিউনিখ। দুই আসরেই সেমিফাইনাল থেকে বিদায় নেয় বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। দলের এমন অসহায় আত্মসমর্পণে হতাশা ব্যক্ত করেছেন বায়ার্নের জার্মান ডিফেন্ডার জেরম বোয়েটেং।

ইয়ুপ হেইঙ্কেসের অধীনে ২০১২-১৩ মৌসুমে ট্রেবল জয় করে বায়ার্ন। পরের মৌসুমে বাভারিয়ানদের কোচের দায়িত্ব নেন সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলা। তবে ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারের বাধা পেরোতে পারেনি লাম-মুলার-রোবেন-রিবেরিরা। দুই লেগ মিলে রিয়ালের বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হয় বায়ার্ন। শেষ পর্যন্ত বহুল কাঙ্ক্ষিত লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) জিতে নেয় গ্যালাকটিকোরা।

আরেক স্প্যানিশ পরাশক্তি বার্সার কাছেও অসহায় আত্মসমর্পণ করে বায়ার্ন। এ বছরই লা লিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে ৫-৩ গোলের অ্যাগ্রিগেটে সেমি থেকে বিদায় নেয় গার্দিওলার শিষ্যরা। ন্যু ক্যাম্পে বোয়েটেংকে লিওনেল মেসি যেভাবে বোকা বানান তা এখনো হয়তো ফুটবলপ্রেমীদের চোখে ভাসছে। ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে শিরোপা উৎসবে মাতে কাতালানরা।

গোল ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে বোয়েটেং বলেন, ‘আমরা প্রায় প্রতিটি মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলছি। কিন্তু যেভাবে শেষ চার থেকে বিদায় নিচ্ছি তা খুবই তিক্তকর। তাই এ মৌসুমে ফাইনালে খেলাই আমাদের প্রধান লক্ষ্য। ’

বায়ার্ন তারকা আরও বলেন, ‘বুন্দেসলিগার শিরোপা জেতাটাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে চ্যাম্পিয়নস লিগ সব সময়ই বিশেষ কিছু। এমন একটা শিরোপা যেটি সবাই জিততে চায়। কিন্তু, এখানে ইউরোপের অন্যান্য শক্তিশালী ক্লাবগুলো অংশ নেয়। তাই এসব দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়েই লক্ষ্যে পৌঁছাতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।