ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বায়ার্নের সঙ্গে থিয়াগোর নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
বায়ার্নের সঙ্গে থিয়াগোর নতুন চুক্তি ছবি : সংগৃহীত

ঢাকা: বায়ার্ন মিউনিখের সঙ্গে ২০১৯ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়লো থিয়াগো আলকান্ত্রার। বার্সেলোনা থেকে ২০১৩ সালে বাভারিয়ানদের দলে যোগ দেন এ মিডফিল্ডার।

আর ন্যু ক্যাম্পের পর আলিয়াঞ্জ অ্যারিনায়ও কোচ পেপ গার্দিওলার অধীনে খেলেছেন তিনি।

২৪ বছরের এ তারকা বেশ কিছুদিন থেকে ইনজুরি সমস্যায় ভুগছিলেন। তবে আবারো সুস্থ হয়ে দলে ফেরায় তার সঙ্গে নতুন চুক্তিতে আসে ক্লাব কর্তৃপক্ষ। স্পেন জাতীয় দলের এ ফুটবলারের সঙ্গে বায়ার্নের অফিসিয়ালি ২০১৭ সাল পর্যন্ত চুক্তি ছিল। তবে নতুন চুক্তি অনুযায়ী আরো দু’বছরের মেয়াদ বেড়েছে তার।

এ ব্যাপারে বায়ার্নের সিইও কার্ল-হেইঞ্জ বলেন, ‘থিয়াগো আমাদের ক্লাবের ভবিষ্যত তারকা ও গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। ’

থিয়াগো এখন পর্যন্ত বুন্দেসলিগায় ২৫টি ম্যাচ খেলেছেন। মধ্যমাঠের দায়িত্বে থাকা এ তরুণ গোল করেছেন দুটি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।