ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

প্রথমার্ধ শেষে গোলশূন্য দুই দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
প্রথমার্ধ শেষে গোলশূন্য দুই দল ছবি : সংগৃহীত

ঢাকা: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ-ভারত। সেমির এ হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধ শেষে গোলশূন্য অবস্থা নিয়ে বিরতিতে যায় দুই দল।

ম্যাচটি দেখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি তাবিথ আওয়াল মাঠে উপস্থিত হয়েছেন।

প্রথম থেকেই আক্রমণ আর পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে খেলা এগুতে থাকে। মধ্যমাঠের শক্তি প্রয়োগে দুই দলই সমানে সমান লড়তে থাকে। ম্যাচের ১২ মিনিটের মাথায় বাংলাদেশের ডি-বক্সে আক্রমণ চালায় ভারত। তবে, লাল-সবুজদের শক্ত ডিফেন্স চিড়ে কোনো সুবিধা আদায় করে নিতে পারেনি তারা।

পরের মিনিটে ডি-বক্সের বেশ বাইরে থেকে নেওয়া ভারতের একটি শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান।

১৬ মিনিটে মানাফ রাব্বী- মোহাম্মদ ইব্রাহিম গোলের সুযোগ পেয়েও ভারতের ডি-বক্সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তবে, ১৯ মিনিটের মাথায় রাব্বীর দারুণ চমক দেখতে পান উপস্থিত দর্শকরা। চারজনকে একাই কাটিয়ে প্রায় মধ্যমাঠ থেকে বল নিয়ে যান ভারতের সীমানায়। তবে, বাঁ পায়ের দুর্বল শটটিতে কোনো লিড নিতে পারেননি রাব্বী।

প্রথমার্ধের বাকী সময়ে কোনো গোল হয়নি।

নেপালের কাঠমান্ডুর ললিতপুরে আনফা কমপ্লেক্সের কৃত্রিম টার্ফে নামে বাংলাদেশের কিশোররা। আজকের ম্যাচটি জিততে পারলেই নেপালে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।

সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে ভাসে লাল-সবুজের জার্সিধারীরা। শুধু ফাইনালে নয়, গ্রুপপর্বের ম্যাচেও ভারতকে হারায় ছোট টাইগাররা। পুরো দেশকে আবারো আনন্দে ভাসানোর অপেক্ষায় এবার বড়রা।

এর আগে গ্রুপপর্বে ভুটানকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে, গ্রুপপর্বের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে স্বাগতিক নেপালের কাছে হেরে গ্রুপের রানার্সআপ হয় বাংলাদেশ। অপরদিকে, আফগানিস্তান ও মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে ভারত।

দিনের অপর সেমিতে আফগানিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আসরের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক নেপাল।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৫
এমআর

** ফাইনালে উঠতে মাঠে নেমেছে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।