ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

শনিবার শুরু ওয়ালটন দ্বিতীয় বিচ ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
শনিবার শুরু ওয়ালটন দ্বিতীয় বিচ ফুটবল টুর্নামেন্ট ছবি : সংগৃহীত

ঢাকা: পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দ্বিতীয়বারের মতো ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে ‘ওয়ালটন বিচ ফুটবল টুর্নামেন্ট। ’ ২০১৪ সালে প্রথম আসরটি বসেছিল।



শনিবার (২৯ আগস্ট) থেকে কক্সবাজারের লাবনী পয়েন্ট শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন দ্বিতীয় কক্সবাজার বিচ ফুটবল টুর্নামেন্ট-২০১৫। ’ চারদিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য বিজন বড়ুয়া ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক রাশেদ হোসেন নান্নু।

সংবাদ সম্মেলনে এফ.এম. ইকবাল বিন আনোয়ার বলেন, ‘কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আমরা ওয়ালটন পরিবার স্পোর্টস ট্যুরিজমকে ডেভেলপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা বিভিন্ন খেলাধুলা ও টুর্নামেন্টের আয়োজন করছি। গেল বছর আমরা প্রথম বিচ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। এবারও এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে আমরা কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। আরো বেশি পরিচিত করে তুলতে চাই। বহির্বিশ্বে বাংলাদেশকে প্রমোট করতে চাই। ’

ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে বিজন বড়ুয়া বলেন, ‘বিচ ফুটবল, বিচ কাবাডি, ঘুড়ি উৎসব কিংবা সার্ফিং সবকিছুতেই ওয়ালটন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সেজন্য ওয়ালটন পরিবারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। ’

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই ওয়ালটন দ্বিতীয় বিচ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলার আটটি ফুটবল দল অংশগ্রহণ করছে। দলগুলো হল আবাহনী ক্রীড়া চক্র, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, মালুমঘাট ক্রীড়া সংঘ, ইয়ংমেন্স ক্লাব, কোটবাজার খেলোয়াড় সমিতি, ফুটবল ক্লাব মহেশখালী, বাঁশকাটা খেলোয়াড় সমিতি ও শতদল ক্লাব।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।