ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ম্যানইউর নতুন অ্যাওয়ে জার্সি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
ম্যানইউর নতুন অ্যাওয়ে জার্সি

ঢাকা: ২০১৫-১৬ মৌসুমের জন্য নতুন অ্যাওয়ে জার্সির ছবি প্রকাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে এবার সাদা রঙের পাশাপাশি কালো রঙের জার্সি গায়ে মাঠে নামবেন রুনি-মাতা-ডিপাই-ফেলাইনিরা।



এ মৌসুমেই নাইকির সঙ্গে ১৩ বছরের বন্ধন ছিন্ন করে অ্যাডিডাসের সঙ্গে ১০ বছরের জার্সি স্পন্সর চুক্তি সম্পন্ন করে ম্যানইউ। যার বার্ষিক আর্থিক মূল্য ৭৫০ মিলিয়ন পাউন্ড।

গত ০১ আগস্ট ম্যানইউর নতুন মৌসুমের হোম জার্সির ডিজাইন উন্মুক্ত হয়। এর ১০ দিন পর রেড ডেভিলসদের সাদা রঙের প্রথম অ্যাওয়ে জার্সির ছবি প্রকাশিত হয়।

ইংলিশ জায়ান্টদের নতুন কালো জার্সির সামনের বড় অংশজুড়ে মূল স্পন্সর প্রতিষ্ঠান শেভ্রোলেট, ডান পাশে অ্যাডিডাস ও বাম পাশে ক্লাবের লোগো। কাঁধের অংশে কমলা রঙের লম্বাকৃতির তিনটি করে স্ট্রাইপ দেওয়া। হোম ও অ্যাওয়ের বাকি দুটি জার্সিতেও ভিন্ন রঙের স্ট্রাইপ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।