ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

স্পেন দলে ডাক পেয়েছেন ক্যাসিয়াস-ডি গিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
স্পেন দলে ডাক পেয়েছেন ক্যাসিয়াস-ডি গিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: ইকার ক্যাসিয়াস যুগে স্পেন জাতীয় ফুটবল দলের গোলবারের নিচে দায়িত্ব পেতে নিশ্চিভাবেই বেশ যুদ্ধ করতে হবে ২৪ বছর বয়সী ম্যানেচেস্টার ইউনাইটেডের তারকা গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে। তবে, স্প্যানিশদের জাতীয় দলে ক্যাসিয়াসের সঙ্গে আবারো ডাক পেয়েছেন ডি গিয়া।



নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচেই রেড ডেভিলসদের স্কোয়াড থেকে ছিটকে পড়েন ডি গিয়া। ইংলিশ জায়ান্টদের গোলবার সামলান আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। সে সময় ডি গিয়ার রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর গুঞ্জনও উঠে।

তবে, গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এখনও লুইস ফন গালের অধীনে ম্যানইউতে রয়েছেন ডি গিয়া।

২০১৬’র ইউরো বাছাইয়ে ভিসেন্তে দেল বস্কের দলে ডাক পেয়েছেন ডি গিয়া। স্লোভাকিয়া আর মেসিডোনিয়ার বিপক্ষে ম্যাচের জন্য দেল বস্ক দল ঘোষণা করেছেন। সেপ্টেম্বরে নিজেদের মাটিতে স্লোভাকিয়ার বিপক্ষে খেলবে স্পেন। আর অ্যাওয়ে ম্যাচে মেসিডোনিয়ার বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা।

স্পেনের জার্সি গায়ে মাত্র পাঁচ ম্যাচ খেলা ডি গিয়ার সঙ্গে ডাক পেয়েছেন তারই ক্লাব সতীর্থ হুয়ান মাতা। এছাড়া দলে রয়েছেন চেলসির তারকা স্ট্রাইকার দিয়েগো কস্তা। দল থেকে বাদ পড়েছেন জুভেন্টাসের আলভারো মোরাতা। পূর্ণ শক্তির দল নিয়েই বাছাইপর্বে মাঠে নামবে স্পেন।

৫ সেপ্টেম্বর স্লোভাকিয়ার বিপক্ষে ঘরের মাঠে এবং ৮ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে মেসিডোনিয়ার বিপক্ষে খেলবে সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে ১১ নম্বরে থাকা স্পেন।

স্পেন স্কোয়াড:
গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস (পোর্তো), ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), সার্জিও রিকো (সেভিয়া)।

ডিফেন্স: হুয়ানফ্রান (অ্যাটলেটিকো মাদ্রিদ), দানি কারভাজাল, সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেরার্ড পিকে, মার্ক বারত্রা (বার্সেলোনা), সেজার আজপিলিচুয়েতা (চেলসি), জরদি আলবা (বার্সেলোনা), বার্নাট (বায়ার্ন মিউনিখ)।

মিডফিল্ডার: কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), সার্জিও বুস্কেটস (বার্সেলোনা), হুয়ান মাতা (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি), সেস ফ্যাব্রেগাস (চেলসি), সান্তি কাজোরলা (আর্সেনাল), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), ইসকো (রিয়াল মাদ্রিদ)।

ফরোয়ার্ড: ভিতোলো (সেভিয়া), পেদ্রো (চেলসি), প্যাকো আলাসের (ভ্যালেন্সিয়া), দিয়েগো কস্তা (চেলসি)।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।