ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ব্রাজিল দলে ডাক পেলেন রাফিনহা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
ব্রাজিল দলে ডাক পেলেন রাফিনহা

ঢাকা: বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও ব্রাজিলের মূল দলের হয়ে এখনো অভিষেকই হয়নি রাফিনহার। অবশেষে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য রাফিনহাকে দলভুক্ত করেছেন কার্লোস দুঙ্গা।

তার সঙ্গে দলে ফিরেছেন লিভারপুল তারকা ফিলিপ্পে কুতিনহো।

প্রীতি ম্যাচের জন্য কয়েকদিন আগেই চূড়ান্ত দল ঘোষণা করেন সেলেকাওদের কোচ দুঙ্গা। তবে ঘোষিত দলে থাকা চেলসির তারকা জুটি অস্কার ও রামিরেস ইনজুরিতে আক্রান্ত হওয়ায় কুতিনহো ও রাফিনহাকে সুযোগ দেওয়া হয়েছে।

প্রথমে ঘোষিত দলে কুতিনহোকে বাদ দেওয়ায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন দুঙ্গা। অন্যদিকে, কুতিনহোর ক্লাব সতীর্থ রবার্তো ফিরমিনো স্কোয়াডে রয়েছেন। আর ইনজুরিতে ভোগায় দানি আলভেজের পরিবর্তে খেলবেন মোনাকোর ফুলব্যাক ফ্যাবিনহো।

এতোদিনে হয়তো স্পেনের জাতীয় দলের জার্সি গায়ে জড়াতেন রাফিনহো। স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন। তবে এর পরই জাতীয় দল হিসেবে ব্রাজিলকেই বেছে নেন। সেলেকাওদের অনূর্ধ্ব-২০ দলের হয়ে তিনটি ম্যাচ খেলেন ২২ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। তাও দুবছর আগের কথা। অবশেষে অচিরেই হয়তো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামবেন।

০৫ সেপ্টম্বর নিউজার্সিতে কোস্টারিকার মুখোমুখি হবে ব্রাজিল। আর ফক্সবোরোতে  ০৯ সেপ্টেম্বর স্বাগতিক যুক্তরাষ্টের বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা।

ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: জেফারসন, মার্সেলো গ্রহি ও আলিনসন।

ডিফেন্ডার: ডেভিড লুইজ, মারকুইনহোস, মিরান্ডা, গ্যাব্রিয়েল, ফ্যাবিনহো, ফেলিপে লুইস, দানিলো ও দগলাস সান্তোস।

মিডফিল্ডার: লুইজ গুস্তাভো, ফার্নান্দিনহো, রবার্তো ফিরমিনো, এলিয়াস, রাফিনহা, কুতিনহো, উইলিয়ান, লুকাস লিমা ও কাকা।

ফরোয়ার্ড: নেইমার, লুকাস মোউরা, হাল্ক ও দগলাস কস্তা।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।