ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

রোনালদোর মৃত্যু ভয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
রোনালদোর মৃত্যু ভয়

ঢাকা: তরুণ বয়সে মৃত্যুকে জীবনের সবচেয়ে ভীতিকর দিক মনে করেন বিশ্বসেরা ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদো বললেন, ‘আমি তরুণ বয়সে মরতে চাই না।

অল্প বয়সে মৃত্যুকে সব সময়ই ভয় পেয়ে আসছি। বৃদ্ধ বয়সে মৃত্যু হোক এটিই আমার চাওয়া। ৮০-৯০ বছর বাঁচতে চাই। ’ স্পেনের লিভারো ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সিআর সেভেন এসব কথা বলেন।

রোনালদোর কাছে সবার উর্ধ্বে তার পাঁচ বছরের ছেলে, পরিবার ও বন্ধুবান্ধব। ‘চেষ্টা করি যতটা সম্ভব আমার পরিবার, বন্ধুবান্ধব ও ছেলের সঙ্গে স্বাভাবিক থাকা যায়। ছেলের সঙ্গে খেলাধুলা করে সময় কাটানোটা খুবই উপভোগ করি। আমাকে ঘিরে যারা রয়েছে তারা সবসময়ই প্রেরণা দেয়। ’

তিনবারের ব্যালন ডি’অর জয়ী উল্লেখ করেন, ‘আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করি। ফুটবল দিয়ে ভক্তদের মুগ্ধ রাখার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখি না। সব সময়ই সেরা হওয়ার লক্ষ্য থাকে। প্রতি বছরই কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং মাঠে নিজের সেরাটা উজার করে দিচ্ছি। অাট থেকে দশ বছর আগে যেমনটি ছিলাম সেরকমই থাকার চেষ্টা করি। ’

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।