ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ম্যানসিটিতে যোগ দিচ্ছেন ডি ব্রুইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
ম্যানসিটিতে যোগ দিচ্ছেন ডি ব্রুইন ছবি: সংগৃহীত

ঢাকা: বেশ কিছুদিন ধরেই কেভিন ডি ব্রুইনের ম্যানসিটিতে যোগ দেয়া নিয়ে জল্পনা-কল্পনা চলছে। অন্যদিকে, ট্রান্সফার উইন্ডোর আর মাত্র তিনদিন বাকি।

তবে এর মধ্যেই ২৪ বছর বয়সী এ উইঙ্গার ইংল্যান্ডে পাড়ি জমাবেন। এমনটিই নিশ্চিত করেছেন জার্মান ক্লাব উলফসবার্গের ক্রীড়া পরিচালক ক্লস অ্যালফস।

তবে উলফসবার্গ থেকে ডি ব্রুইন কত বছরের চুক্তিতে ম্যানসিটিতে যোগ দেবেন তা জানা যায়নি। চুক্তির আর্থিক মূল্য হতে পারে ৫৪ মিলিয়ন পাউন্ড।

গোল ডট কমের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) ডি ব্রুইনের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উলফসবার্গের ক্রীড়া পরিচালক বলেন, ‘দু’একদিনের মধ্যেই ডি ব্রুইন ম্যানসিটিতে যোগ দেবে। সবকিছু এখন শেষের পথে। অল্প কিছু কাজ বাকি। চুক্তির বিষয়টি চূড়ান্ত হওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে। ’

এর আগেও ইংলিশ লিগে খেলেছিলেন ডি ব্রুন। অবশ্য বর্তমান চ্যাম্পিয়ন চেলসির হয়ে ভুলে থাকার মতো সময় অতিবাহিত করেন এ বেলজিয়ান তারকা। ২০১৩-১৪ মৌসুমে ব্লুজদের হয়ে মাত্র তিনটি লিগ ম্যাচ খেলেই তিনি উলফসবার্গে পাড়ি জমান।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।