ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বোল্টকে উপহার দিলেন অনুতপ্ত ক্যামেরাম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
বোল্টকে উপহার দিলেন অনুতপ্ত ক্যামেরাম্যান ছবি: সংগৃহীত

ঢাকা: বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নসশিপের ২০০ মিটারের দৌড়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে স্বর্ণ জয় করে নিয়েছেন উসাইন বোল্ট। তবে জ্যামাইকান তারকার জয়ের দিনে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

একজন টিভি ক্যামেরাম্যানের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন বোল্ট।

এদিন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিনকে সহজেই পেছনে ফেলে নিজের প্রিয় ইভেন্টে জয় ছিনিয়ে নেন বোল্ট। তবে ল্যাপ শেষ করার পর উদযাপন করতে দর্শক গ্যালারির দিকে যান তিনি। এমন সময় সেগওয়ে টেলিভিশনের ক্যামেরাম্যান তাও সং তার দুই চাকার যান্ত্রিক বাহনের নিয়ন্ত্রন হারিয়ে বোল্টের সঙ্গে ধাক্কা লাগান।

সংয়ের বাহনটি বোল্টের পেছন দিকে আঘাত করে। তবে মারাত্মক ইনজুরি থেকে বেঁচে যাওয়া বোল্ট পরে বলেন, ‘আমি আমার পাঁয়ে কোন ব্যাথা অনুভব করছি না। তবে সংও খুব খারাপ ভাবে পড়েছে। কিন্তু তিনি ঠিক আছেন। আর আমার কাছে ক্ষমাও চেয়েছেন ক্যামেরাম্যান। তিনি হয়ত তার মাথায় আঘাত পেয়েছেন। ’

এদিকে এ ঘটনার পর অনুতপ্ত সংয়ের সঙ্গে বোল্ট হাত মিলিয়েছেন। আর সংও বোল্টকে একটি ব্রেসলেট উপহার দিয়েছেন যা বিশ্বসেরা এ দৌড়বিদ সাদরে গ্রহণ করেন।

ধাক্কা লাগার ভিডিও:



বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।