ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

‘পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলবে বাংলাদেশ’

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
‘পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলবে বাংলাদেশ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহআলম স্টেডিয়াম থেকে: মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছেন দলের ‍অধিনায়ক মামুনুল ইসলাম।

শনিবার (২৯ আস্ট) ম্যাচ শুরুর আগে শাহআলম ব্লু হোটেলে বাংলানিউজের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।



অধিনায়ক মমিনুল ইসলাম বলেন,‘আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবো। ভালো করার চেষ্টা করবো। ’

একপ্রশ্নের উত্তরে তিনি বলেন,‘আমি এর আগেও মালয়েশিয়ার সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। তাদের শক্তি সম্পর্কে আমার জানা আছে। তবে দলটি ক্রমাগত উন্নতি করছে। এরপরও আমরা সেরাটা দেওয়ারই চেষ্টা করবো। ’

অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে এই ম্যাচটি জিতে উজ্জীবিত হতে চান মুমিনুলরা। অধিনায়ক বলেন,‘ভালো খেলে দেশের জন্য কিছু অর্জন বয়ে আনতে চাই। ম্যাচটি জিততে চাই। ’

এদিকে বিকেলে ব্লু হোটেলে মুমিনুল ‍ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ফুটবলার আলিউর রহমান আলো, মো. হুমায়ুন কবির এবং সামসুল হক (হোসেন)।

বাংলাদেশ বনাম মালয়েশিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে মালয়েশিয়ার স্যাটেলাইট টেলিভিশন অ্যাস্ট্রো অ্যারেনা চ্যানেল ৮০।

এদিকে বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচ দেখতে এরইমধ্যে স্টেডিয়ামে জমায়েত হয়েছেন প্রবাসীরা। হাতে লাল-সবুজের জাতীয় পতাকা আর মাথায় ব্যান্ড পড়ে উল্লাস করছেন তারা।

গ্যালারি থেকে হাত উঁচিয়ে আর হৈ-হুল্লোড় করে খেলোয়াড়দের উজ্জীবিত করবেন তারা।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।