ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

গোলরক্ষক শহিদুলের নৈপূণ্যে বাংলাদেশের মান রক্ষা

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
গোলরক্ষক শহিদুলের নৈপূণ্যে বাংলাদেশের মান রক্ষা

শাহআলম স্টেডিয়াম থেকে: পুরো ম্যাচে গোল দেওয়ার চেয়ে গোল ঠেকানোর চেষ্টায় ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শেষ পর্যন্ত সফলও হয়েছে মামুনুল বাহিনী।

স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতিমূলক প্রীতি ফুটবল ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

শনিবার (২৯ আগস্ট) কুয়ালালামপুরের শাহ আলম আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৩০ আগস্ট ভোরে মামুনুল বাহিনী উড়াল দেবে অস্ট্রেলিয়া উদ্দেশে।

পার্থে আগামী ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফা বিশ্বকাপ-২০১৮’র বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সন্ধ্যায় প্রস্তুতি ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। গোলরক্ষক শহিদুল আলম সোহেলের অসাধারণ নৈপূণ্যে মালয়েশিয়া দলের খেলোয়াড়দের একের পর এক আক্রমণ রুঁখে দিলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। এতে মান রক্ষা পায় বাংলাদেশের।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের দখলে বেশি বল রাখে মালয়েশিয়ার খেলোয়াড়রা। জীবনবাজি রেখে একের পর এক আক্রমণ ব্যর্থ করে দেন শহিদুল। এই নৈপূণ্যে মালয়েশিয়া প্রবাসীরাও তাকে ধন্যবাদ জানান। শহিদুলের দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশের জালে বল জড়াতে পারেনি মালয়েশিয়া।

রক্ষণাত্মক কৌশলে খেলা বাংলাদেশ দলের বক্সে বারবার বল নিয়ে প্রবেশ করেছে মালয়েশিয়া দল। বিপজ্জনক পজিশনে ফ্রি-কিক থেকেও শহিদুলের নৈপূণ্যে সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। খেলার ৩৯ মিনিটে এমনই একটি ফ্রি-কিক দারুণভাবে রুঁখে দেন শহিদুল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরো বেশি আক্রমণাত্মক হয় মালয়েশিয়া। তাদের আক্রমণভাগ সামলাতে পুরো ম্যাচে ব্যস্ত থাকতে হয়েছে শহিদুলকে। মূলত তার কৃতিত্বের জন্য ম্যাচটি মালয়েশিয়া প্রবাসীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকলো।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।