ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

আত্মবিশ্বাসী বাংলাদেশ, স্বস্তিতে নেই অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
আত্মবিশ্বাসী বাংলাদেশ, স্বস্তিতে নেই অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পার্থে অবস্থান করছে। মালয়েশিয়ার বিপক্ষে অলডিফেন্স খেলে ড্র করা আত্মবিশ্বাসী লাল-সবুজের জার্সিধারীরা অজিদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

তবে, স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মামুনুল, হেমন্ত, এমিলিরা যাত্রা-বিরতিতে মালয়েশিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে। সে ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক শহিদুলের দারুণ পারফর্মে ০-০ গোলে ড্র করে অতিথি হিসেবে নামা লাল-সবুজের জার্সিধারীরা। ম্যাচের পর বাংলাদেশের কোচ লোডভিক ডি ক্রুইফ বলেছিলেন, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষেও ম্যাচের ৮০-৮৫ শতাংশ ডিফেন্স খেলার চেষ্টা করব। মালয়েশিয়ার বিপক্ষে ড্র করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ছেলেরা বেশ আত্মবিশ্বাসী।

তবে, যতই দিন যাচ্ছে অস্ট্রেলিয়া দলে ইনজুরির পাল্লা ক্রমেই ভারী হচ্ছে। শুধু ইনজুরিই নয়, ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ার (এফএফএ) সঙ্গে বিরোধ দেখা দিয়েছে প্রোফেশনাল ফুটবলারস এসোসিয়েশনের (পিএফএ)।

খেলোয়াড়-ফেডারেশন দ্বন্দ্ব এতটাই বাজে প্রভাব ফেলেছে যে, পৃষ্ঠপোষকদের সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিকতা বয়কট করেছে অজি ফুটবলাররা।

ফুটবলারদের পক্ষ থেকে পিএফএ জানায়, খেলোয়াড়দের বেতন আর চুক্তির মেয়াদ নিয়ে দীর্ঘদিন ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা হলেও তারা পুরোনো চুক্তিতেই অটল রয়েছে। এ ব্যাপারে নতুন কোনো উদ্যোগ গ্রহণ করা না হলে আমরা তাদের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখব না।

এদিকে, খেলোয়াড়-ফেডারেশন দ্বন্দ্ব চরম আকার ধারণ করলেও তা বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে কোনো সমস্যা হবে না বলেই জানায় পিএফএ। কিন্তু ম্যাচের বাইরে ফুটবল ফেডারেশনের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে তারা।

আগামী তিন সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে অজিদের স্কোয়াডও ঘোষণা করে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া।

তবে, দলের কিছু গুরুত্বপূর্ণ তারকা ফুটবলারকে ম্যাচে পাচ্ছেন না কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন দলের তারকা গোলরক্ষক ম্যাট রায়ান, টমি জুরিচ ও রবি ক্রুস। অধিনায়ক মাইল জেডিন্যাকও ছিটকে পড়েছেন ইনজুরির কারণে। তিনি ইংলিশ প্রিমিয়ারের দল ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলেন। ভ্যালেন্সিয়ার হয়ে গোলবারের নিচে দায়িত্ব পালন করেন হাঁটুর ইনজুরিতে পড়া রায়ান।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।