ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

জুভেন্টাসে ব্রাজিলিয়ান হার্নানেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
জুভেন্টাসে ব্রাজিলিয়ান হার্নানেস হার্নানেস / ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্টার মিলান ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার হার্নানেস। এ মৌসুমে আন্দ্রে পিরলো, আর্তুরো ভিদাল ক্লাব ছাড়ায় জুভিদের মিডফিল্ডও যেন পুরোনো ছন্দ হারিয়ে ফেলে।

মাঝমাঠে তাদের শূন্যতা পূরণের লক্ষ্যেই হার্নানেসকে দলে ভিড়িয়েছে সিরি আ চ্যাম্পিয়নরা।

তিন বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিয়েছেন হার্নানেস। যার আর্থিক মূল্য ১১ মিলিয়ন ইউরো। জুভিদের অন্যতম টার্গেট ছিল জার্মান তারকা জুলিয়ান ড্রাক্সলারকে দলে ভেড়ানো। কিন্তু, শালকে ছেড়ে উলফসবার্গে যোগ দেন এ তরুণ মিডফিল্ডার।

তাই ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে ৩০ বছর বয়সী হার্নানেসকে দলে ভেড়ায় জুভিরা। সোমবার (৩১ আগস্ট) তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। পরদিনই চুক্তি সম্পন্নের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

এর আগে ল্যাজিওর হয়ে প্রায় চার মৌসুম কাটানোর পর ২০১৪ সালে ইন্টারে যোগ দেন হার্নানেস। দেড় মৌসুমে ইন্টারের হয়ে ৫০টি ম্যাচ খেলে করেন সাত গোল। অন্যদিকে, ২০০৮ সালে ব্রাজিল দলে অভিষেক হলেও জাতীয় দলে তিনি নিয়মিত হতে ব্যর্থ হন। এখন পর্যন্ত সেলেকাওদের জার্সি গায়ে মাত্র ২৭টি ম্যাচ খেলেছেন।

কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য হার্নানেসকে দলে রাখেননি কার্লোস দুঙ্গা। ইতালিয়ান জায়ান্টদের হয়ে হার্নানেস স্বরুপে ফিরে দুঙ্গার আস্থা অর্জন করতে পারেন কিনা সেটিই এখন দেখার বিষয়!

উল্লেখ্য, ০৫ সেপ্টেম্বর নিউজার্সিতে কোস্টারিকার মুখোমুখি হবে ব্রাজিল। আর ফক্সবোরোতে  ০৯ সেপ্টেম্বর স্বাগতিক যুক্তরাষ্টের বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।