ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বিচ ফুটবল টুনামের্ন্টে চ্যাম্পিয়ন ইয়ংমেন্স ক্লাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
বিচ ফুটবল টুনামের্ন্টে চ্যাম্পিয়ন ইয়ংমেন্স ক্লাব ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ‘ওয়ালটন দ্বিতীয় কক্সবাজার বিচ ফুটবল টুর্নামেন্ট-২০১৫’র এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইয়ংমেন্স ক্লাব।

চারদিন ব্যাপী ‘ওয়ালটন দ্বিতীয় বিচ ফুটবল টুর্নামেন্ট’ বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়।

এই টুনার্মেন্টে আটটি দল অংশগ্রহণ করে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) কক্সবাজার লাবনী পয়েন্টে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইয়ংমেন্স ক্লাব ৪-২ গোলে পরাজিত করে স্থানীয় কোটবাজার খেলোয়াড় সমিতি দলকে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ অন্যান্যরা।

টুনার্মেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের আফসার।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।