ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

জয়ের ধারায় ইংল্যান্ড-স্পেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
জয়ের ধারায় ইংল্যান্ড-স্পেন ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো ‍বাছাইপর্বে প্রত্যাশিত জয় পেয়েছে ইংল্যান্ড ও স্পেন। সুইজারল্যান্ডকে ২-০ গোলে ইংল্যান্ড ও হুয়ান মাতার একমাত্র গোলে ম্যাসিডোনিয়াকে ১-০ গোলে হারায় স্প্যানিশরা।



এ ম্যাচে রেকর্ড গড়েন ওয়েইন রুনি। স্বদেশী কিংবদন্তি ববি চার্লটনকে ছাড়িয়ে তিনি এখন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ইংলিশদের হয়ে কোনো খেলোয়াড়ই পঞ্চাশ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে লুক শ’র পাসে স্বাগতিকদের লিড এনে দেন স্ট্রাইকার হ্যারি কেন। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে পেনাল্টি থেকে রেকর্ড ব্রেকিং গোল করেন রুনি।

অপর ম্যাচে পূর্ণশক্তির দল নিয়েও ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা। স্বাগতিক ম্যাসিডোনিয়ার মাঠে খেলা শুরুর আট মিনিটে সার্জিও বুসকেটসের অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার মাতা।

ইউরোর চূড়ান্ত পর্বে আগেই জায়গা করে নেয় ইংল্যান্ড। গ্রুপ ‘ই’ থেকে এখন পর্যন্ত আট ম্যাচের সবকটিতেই জয় পায় ইংলিশরা। অন্যদিকে, গ্রুপ ‘সি’র শীর্ষে থাকলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন এখনো কোয়ালিফাই হয়নি। গ্রুপের ছয় দলের আর দু’টি করে ম্যাচ বাকি। শীর্ষ দুই দল সরাসরি চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হবে। আর তৃতীয় স্থান অর্জনকারী ফ্লে-অফ খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।