ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সেমিতে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
সেমিতে জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: ইউএস ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। শেষ ‍চারে ক্রোয়েশিয়ান মেরিন চিলিসের মুখোমুখি হবেন সার্বিয়ান টেনিস ‍তারকা।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৬, ৪-৬ গেমে পরাজিত করেন চিলিস।

ফ্ল্যাশিং মিডোতে স্পেনের ফেলিসিয়ানো লোপেজের বিপক্ষে প্রথম সেটটি ৬-১ গেমে জিতে নেন জোকোভিচ। তবে পরের সেটেই ৩-৬ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান ১৮তম বাছাই লোপেজ। শেষ ‍দু’টি সেটে ৬-৩, ৭-৬ (২) গেমের জয়ে সেমিতে ওঠেন জোকোভিচ।

ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জোকোভিচের সামনে এবার বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি। এর আগে তিনি অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের শিরোপা জেতেন। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কার কাছে হেরে তার স্বপ্নভঙ্গ হয়। ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটি ফাইনাল খেলেও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে পারেননি জোকোভিচ।

ইউএস ওপেনের এবারের আসরে জোকোভিচ-ফেদেরার ফাইনাল হওয়া সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের রিচার্ড গাসকুয়েটের মুখোমুখি হবেন সুইস তারকা রজার ফেদেরার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।