ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

জার্মান দল থেকে ছিটকে গেলেন রিউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
জার্মান দল থেকে ছিটকে গেলেন রিউস ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি আর পিছু ছাড়লো না জার্মান ফুটবলার মার্কো রিউসের। সর্বশেষ পায়ের আঙ্গুলের ইনজুরির কারণে ইউরো ২০১৬ বাছাইয়ের ম্যাচ থেকে ছিটকে গেলেন এ মিডফিল্ডার।



গত বছরের সেপ্টেম্বরের পর থেকে রিউস জাতীয় দলের হয়ে আর খেলেননি। সেবার স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নরা ২-১ ব্যবধানে জয় পায়। আর ২০১৪-১৫ মৌসুম থেকে দুর্ভাগ্য পিছু ছাড়েনি এ বুরুশিয়া ডর্টমুন্ড তারকা।

ব্রাজিলের মাটিতে ২০১৪ বিশ্বকাপেও জোয়কিম লো’র অধীনে ইনজুরির কারণে থাকতে পারেননি রিউস। গত বছর অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েন তিনি। তবে ইনজুরি থেকে ফিরে ডর্টমুন্ডের হয়ে মৌসুমটা দারুণ শুরু করেন। তিন খেলায় দুটি গোল করে ক্লাবকে বুন্দেসলিগার ওপরের দিকে নিয়ে যান।

ইউরো বাছাইপর্বে গ্রুপ ‘ডি’তে শীর্ষস্থানে থাকা পোল্যান্ডের পরেই অবস্থান করছে জার্মান। যেখানে ঘরের মাঠ ফ্রাঙ্কফুটে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দলটির বিপক্ষে নামবে বাস্তিয়ান শোয়েইনস্টাইগাররা। আর সোমবার (০৭ সেপ্টেম্বর) গ্লাসকো সফরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।