ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ব্যালন ডি’অর জিততে গোল চান ওজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
ব্যালন ডি’অর জিততে গোল চান ওজিল ছবি : সংগৃহীত

ঢাকা: বর্তমান ফুটবল বিশ্বে মধ্যমাঠের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম মেসুত ওজিল। জাতীয় দল থেকে শুরু করে ক্লাবের হয়েও সমর্থকদের দৃষ্টি কেড়েছেন এই জার্মান তারকা।

তবে বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জয়ের আকাঙ্ক্ষা তার এখনও রয়েই গেছে।

ব্যালন ডি’অর জয়ের জন্য আরও স্বার্থপর হতে চান বর্তমানে ইংলিশ ক্লাব আর্সেনালে খেলা এ তারকা।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দাপটের কাছে এখন আর কেউ আসতে পারছেন না। ২০১০ সালের পর থেকে এ দুই তারকা প্রতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন। তেমনি ব্যালন ডি’অর পুরস্কারও শেষ ক’বছর তাদের দখলেই গেছে।

ওজিল গত মৌসুমে আর্সেনালের হয়ে ৩২ ম্যাচে মাত্র পাঁচটি গোল করেছেন। তবে এ মৌসুমে তিনি কোচ আর্সেন ওয়েঙ্গারকে চ্যালেঞ্জ জানিয়েছেন, গোলসংখ্যা দুই অঙ্কের ঘরে নেবেন। সেই সঙ্গে ব্যক্তিগত ভাবে গোল করার জন্য আরো নির্মম হবেন।

ওজিল বলেন, ‘গোল করার জন্য আমাকে আরো ভয়ানক হতে হবে। গত মৌসুমে লম্বা সময় ধরে আমি ইনজুরিতে ছিলাম। আর ৩২ খেলায় মাত্র পাঁচটি গোল করেছি। কিছু অর্জন করতে হলে আমাকে আরো উন্নতি করতে হবে। আমাকে ‍আরো স্বার্থপর হতে হবে। ’

গত সপ্তাহে প্রিমিয়ার লিগে নিউক্যাসেলের বিপক্ষে গানারদের জয়ের ম্যাচে হাঁটুর ইনজুরির জন্য মাঠের বাইরে ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ওজিল। তবে ইউরো ২০১৬ বাছাইয়ে পোল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে জাতীয় দল জার্মানির হয়ে মাঠে নামবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।