ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মরিনহোর ওপর পেদ্রোর ধারণাই বদলে গেছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
মরিনহোর ওপর পেদ্রোর ধারণাই বদলে গেছে ছবি : সংগৃহীত

ঢাকা: ক্লাব ফুটবলে সেরা কোচের তালিকায় হোসে মরিনহোর নাম থাকাটা প্রশ্নাতীত। কথার চাবুকে প্রতিপক্ষকে ঘায়েল করে প্রায়ই তিনি সংবাদের শিরোনাম হন।

অপরকে সমালোচনা করার সময় কাউকেই তিনি তোয়াক্কা করেন না। তবে মরিনহোর ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন এ মৌসুমে বার্সেলোনা ছেড়ে চেলসিতে যোগ দেওয়া পেদ্রো রদ্রিগেজ।

পেদ্রোকে চেলসিতে আনার পেছনে মরিনহোর অবদান কম নয়। স্প্যানিশ তারকাকে তিনি ফোনও দিয়েছিলেন। পেদ্রো নিজেই তা অবহিত করেন। তবে তার ন্যু ক্যাম্প ছাড়ার নেপথ্যে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা রাখেন স্বদেশী সেস ফ্যাব্রিগাস। তাইতো শেষ পর্যন্ত ম্যানচেস্টার ‍ইউনাইটেডে না গিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমান পেদ্রো।

স্পেনের জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে নতুন ক্লাব, মরিনহো, ইংলিশ ফুটবলসহ বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন পেদ্রো। ক্লাব ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি চেলসিতে এসে সঠিক সিদ্ধান্তই নিয়েছি। এখানে সবাই আমাকে দারুণভাবে স্বাগত জানায়। যা আমাকে ক্লাবের হয়ে সহজেই মানিয়ে নিতে সাহায্য করছে। ’

মরিনহোকে ভূয়সী প্রশংসা করেন পেদ্রো। ‘মরিনহো সম্পূর্ণ অন্য রকম মানুষ। তার ওপর আমার পূর্বের ধারণা বদলে গেছে। অনেকেই তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। কিন্তু, তিনি ওরকম নন। তিনি নিজের পরিবারের লোকের মতো করেই আচরণ করেন এবং সবার খুব যত্ন নেন। ’

পেদ্রোর কাছে লা লিগা ও ইংলিশ ফুটবল এক নয়। ‘স্পেনে আমি বার্সার হয়ে খেলে অভ্যস্ত ছিলাম। কিন্তু ইংল্যান্ডে অনেক গতিময় ফুটবল খেলা হয়। সবগুলো দলই শারীরিক ফুটবল খেলে। আমার মতে, ইংলিশ লিগটা আমার জন্য ভালোই হবে। কারণ এখানে অনেক স্পেস পাওয়া যায়। কাউন্টার অ্যাটাকসহ অনবরত গোলের সুযোগ থাকে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘন্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।