ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সাব-জুনিয়র দাবায় অনতা-ফাহাদ শীর্ষে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
সাব-জুনিয়র দাবায় অনতা-ফাহাদ শীর্ষে ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৪তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৬ বছর) দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে অনতা চৌধুরী ও গতবারের জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন পিরোজপুরের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

পাঁচ পয়েন্ট করে নিয়ে বরিশালের কিংশুক দাস, ময়মনসিংহের সুব্রত বিশ্বাস, সিরাজগঞ্জের মোঃ নাইম হক এবং চট্টগ্রামের আকিব জাওয়াদ মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।



দাবা কক্ষে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় অনতা ফাহাদের সাথে ড্র করেন। কিংশুক সরনোভা চৌধুরীকে, নাইম জান্নাতুল ফেরদৌসকে ও আকিব নূর নেওয়াজ অয়নকে পরাজিত করেন এবং সুব্রত রাব্বি মৃধার বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

এদিকে, ইউনিয়ন ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ইউনিয়ন ইনসিওরেন্স ৩৫তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৫ এর খেলা আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ৩ টা হতে দাবা কক্ষে শুরু হবে বলে জানা যায়। ২০ বছরের কম বয়সী ছেলে ও মেয়েরা এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণে আগ্রহী বালক বালিকাদের শুক্রবারের (৪ সেপ্টেম্বর) মধ্যে এন্ট্রি ফি এবং বয়সের প্রত্যয়ন-পত্রসহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে বলা হয়। চ্যাম্পিয়নশিপের খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
   
এছাড়া প্রাক্তন জাতীয় মহিলা দাবা খেলোয়াড় বেগম লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বেগম লায়লা আলম ৮ম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা প্রতিযোগিতা-২০১৫ এর খেলা আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। সকল মহিলা ও বালিকাদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী মহিলা ও বালিকা দাবা খেলোয়াড়দের এন্ট্রি ফি-সহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে বলা হচ্ছে। প্রতিযোগিতার খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।