ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ইতালি-ওয়েলস-বেলজিয়ামের জয়, হেরেছে ডাচরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
ইতালি-ওয়েলস-বেলজিয়ামের জয়, হেরেছে ডাচরা ছবি: সংগৃহীত

ঢাকা: সর্বশেষ ফিফা প্রকাশিত র‌্যাংকিংয়ে ১৬তম ইতালি আর ১২তম নেদারল্যান্ডস। ইউরো ২০১৬’র বাছাইয়ে গ্রুপপর্বের নিজ নিজ ম্যাচে মাঠে নেমেছিল দল দুটি।

ইতালি ১-০ গোলে মাল্টাকে হারালেও আইসল্যান্ডের বিপক্ষে একই ব্যবধানে হেরেছে ডাচরা।

ইতালির হয়ে মাঠে নেমেছিলেন বুফন, বনুচ্চি, চিয়েলিনি, ভেরাত্তি, আন্দ্রে পিরলোর মতো তারকারা। আর ডাচদের প্রথম একাদশে ছিলেন ভ্যান ডার উইল, ডি ভার্জ, ব্লাইন্ড, স্নেইডার, আরিয়েন রোবেন, ম্যামফিসদের মতো তারকারা। তবে, ম্যাচের ৩৩ মিনিটে মার্টিন ইন্ডি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে দশজনের দলে পরিণত হয় নেদারল্যান্ডস।

গ্রুপ ‘এইচ’ এ থাকা ইতালির হয়ে একমাত্র গোলটি করেন ৩০ বছর বয়সী সাউদাম্পটনের অভিজ্ঞ স্ট্রাইকার গ্রাজিয়ানো পেল্লে। ম্যাচের ৬৯ মিনিটে গোলটি করেন তিনি। এ জয়ের পর ৭ ম্যাচে ৪টি জয় আর ৩টি ড্রয়ে মোট ১৫ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে ইতালিয়ানরা দুই নম্বরে অবস্থান করছে। একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকা ক্রোয়েশিয়া রয়েছে এক নম্বরে।

দিনের অপর ম্যাচে গ্রুপ ‘এ’ তে থাকা নেদারল্যান্ডস হোঁচট খেয়েছে। আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আরিয়েন রোবেনের দল। আইসল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন সোয়ানসি সিটির মিডফিল্ডার সিগার্ডসন। ম্যাচের ৫১ মিনিটের মাথায় গোলটি করেন তিনি।

এ হারের ফলে ডাচরা পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। সাত ম্যাচ খেলে রোবেন বাহিনীর অর্জিত পয়েন্ট ১০। সর্বমোট ১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে আইসল্যান্ড। আর ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চেক রিপাবলিক।

এদিকে, নয় নম্বরে থাকা ওয়েলস চারধাপ নিচে নেমে ৮৬ নম্বরে থাকা সাইপ্রাসকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের ৮২ মিনিটে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার গ্যারেথ বেল। আর দিনের অপর ম্যাচে জয় পেয়েছে দুই নম্বরে থাকা বেলজিয়াম। ফেল্লাইনি, ডি ব্রুইন আর এডেন হ্যাজার্ডের গোলের সুবাদে বসনিয়াকে ৩-১ গোলে হারায় বেলজিয়ানরা। বসনিয়ার হয়ে একমাত্র গোলটি করেন রোমার তারকা স্ট্রাইকার এডিন জেকো।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।