ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ব্রাজিলের অধিনায়কত্বে অপরিণত নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
ব্রাজিলের অধিনায়কত্বে অপরিণত নেইমার নেইমার / ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাটিতে দুঃস্বপ্নময় বিশ্বকাপ মিশন শেষে ব্রাজিলের অধিনায়কত্বের ভার গ্রহণ করেন নেইমার। তবে স্বদেশীর ওপর আস্থা রাখতে পারছেন না সেলেকাওদের সাবেক তারকা লিওনার্দো।

তার মতে, ব্রাজিল দলকে নেতৃত্ব দেওয়ার মতো পরিপক্কতা নেইমারের নেই।

এর আগেও নেইমারের অধিনাকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৯৪’র বিশ্বকাপ জয়ী লিওনার্দো। বিশেষ করে, অল্পতেই মেজাজ হারানোয় তিনি নেইমারের সমালোচনা করেন। চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় এ কারণেই চার ম্যাচের নিষেধাজ্ঞা পান নেইমার।

এক সাক্ষাৎকারে লিওনার্দো বলেন, ‘নেইমার সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। কিন্তু, ব্রাজিলের মতো দলের অধিনায়ক হওয়ার মতো পরিপক্কতা তার মাঝে নেই। বয়স কম হওয়ায় এখনো সে পরিণত নয়। প্রায়ই সে খেলার মাঠে মেজাজ হারিয়ে ফেলে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে এটি তার ক্যারিয়ারে আরো বাজে প্রভাব ফেলবে। ’

অবশ্য, নেইমারের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেও তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন লিওনার্দো। ‘সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে সে প্রতিনিয়তই উন্নতি করছে। অতীতে সে ফ্রি-কিক নিত না। তবে বর্তমানে সেটপিসে প্রতিপক্ষের কাছে নেইমার হুমকিস্বরুপ। ’

সেলেকাওদের হয়ে আর ‍মাত্র পাঁচ গোল করলেই স্বদেশী কিংবদন্তি জিকোকে ছাড়িয়ে যাবেন নেইমার। এখন পর্যন্ত তিনি ৬৫ ম্যাচে ৪৪ গোল করে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন। শীর্ষে তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি ৯২ ম্যাচে ৭৭টি গোল করেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।