ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

অঘটনের শিকার নাদালের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
অঘটনের শিকার নাদালের বিদায় ছবি: সংগৃহীত

ঢাকা: ইউএস ওপেন টেনিসে বিদায়ের মধ্যে দিয়ে হাতাশার একটি বছর পার করলেন ১৪টি গ্র্যান্ডস্লাম জয়ী রাফায়েল নাদাল। ফ্ল্যাশিং মিডওয়েতে ফ্যাবিও ফোগনিনির কাছে হেরে অঘটনের শিকার হন এ স্প্যানিশ তারকা।



তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাটি পুরো পাঁচটি সেটেই গড়ায়। তবে নাদাল প্রথম দুই সেটে জয় পেলেও পরের তিন সেটে টানা হারলে বছরের শেষ গ্র্যান্ডস্লামে বিদায় নেন তিনি।

পুরুষ এককের আট নম্বর তারকা নাদাল এদিন প্রথম দুই সেট ৬-৩ ও ৬-৪ গেমে জিতে সূচনাটা দুর্দান্ত করেন। তবে পরের তিন সেটে ঘুরে দাঁড়িয়ে ৩০ নম্বর ইতালিয়ান তারকা ফোগনিনি ৬-৪, ৬-৩ ও ৬-৪ গেমে জিতে পরের রাউন্ড নিশ্চিত করেন।

২০০৪ সালের পর এবারই প্রথম কোন মেজর শিরোপা ছাড়া একটি বছর শেষ করলেন নাদাল।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।