ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ইংলিশদের গোল বন্যা, নিশ্চিত হলো ইউরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
ইংলিশদের গোল বন্যা, নিশ্চিত হলো ইউরো ছবি: সংগৃহীত

ঢাকা: এক ম্যাচে অনেক সাফল্য পেল ইংল্যান্ড। ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে দুর্বল সান মারিনোকে ৬-০ গোলে বিধ্বস্ত করলো ইংলিশরা।

এ ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক ওয়েন রুনি ম্যাচ ও গোল সংখ্যা সমান করলেন দেশটির সাবেক কিংবদন্তি স্যার ববি শার্লটনের সঙ্গে। সেই সঙ্গে এ জয়ের ফলে ইউরো ২০১৬ নিশ্চিত হলো দলটির।

এ ম্যাচে রুনির একটি গোল তাকে ১৯৬৬ বিশ্বকাপ জয়ী শার্লটনের করা ৪৯টি গোলের সমানে নিয়ে গেল। অন্যদিকে সমান ১০৬টি ম্যাচ খেলেছেন এই ফুটবলাররা। ম্যাচে জোড়া গোল করেন থিও ওয়ালকট। একটি করে গোল করেন রুনি, রস ব্রেকলি ও হ্যারি ক্যান। আর অন্য গোলটি আত্মঘাতি হিসেবে ক্রিস্টিয়ান ব্রোল্লির পাঁ থেকে আসে।

সান মারিনো মাঠ স্তেদিও অলিম্পিকো দি সেরাভালে এদিন খেলার ১৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন রুনি। আর ৩০ মিনিটে ব্রোল্লি আত্মঘাতি গোল করলে লিড দ্বিগুন হয় ইংলিশদের।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৬) ব্রেকলি দুর্দান্ত একটি গোল করলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে ইংল্যান্ড। ম্যাচের ৬৮ মিনিটে ফ্যাবিয়ান দেলপের সহায়তায় দলের চুতর্থ ও নিজের প্রথম গোল করেন ওয়ালকট। আর ৭৭ মিনিটে জনজো শেলভের পাসে লিড ৫-০ তে নিয়ে যান ক্যান। তবে মাত্র এক মিনিট পরেই মারিনো কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের জোড়া গোল পূর্ণ করেন ওয়ালকট (৬-০)।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৬-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রয় হজসনের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।